X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সেরা বাঙালি অভিনেত্রী জয়া! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
৩০ জুলাই ২০১৭, ১৩:১৭আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৪:০৪

জয়া আহসান/ ছবি: সাজ্জাদ অভিনয়ের জন্য সেরা বাঙালির স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান।
২৯ জুলাই সন্ধ্যায় আয়োজিত টলিউডের শীর্ষ নায়ক প্রসেনজিতের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি। কলকাতার এবিপি-আনন্দ চ্যানেল আয়োজিত ‘সেরা বাঙালি’ পুরস্কার আসরে দুই বাংলার চলচ্চিত্রে অভিনয়ের জন্য সম্মানজনক এই পুরস্কার পান তিনি।
এবং তিনিই একমাত্র বাংলাদেশী অভিনেত্রী যিনি এই সম্মাননা প্রথম ঘরে তোলেন।
এদিকে পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে কলকাতা থেকে জয়া আহসানের বার্তাটি এমন, “আমি বাঙালি, আমার বড় পরিচয়। আমার এই পরিচয়টিকে এবিপি আনন্দ সম্মান জানিয়ে এবারের ‘সেরা বাঙালি’ পুরস্কারে ভূষিত করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এ সম্মান পাওয়ার আমি এখনো পুরোপুরি যোগ্য নই। অভিনয় স্কুলে মাত্র অ, আ, ক, খ শিখতে শুরু করেছি। তারপরও যেকোনও স্বীকৃতি এটি অন্তত নিশ্চিত করে, আমি ভুল পথে নেই।’’
তিনি আরও যোগ করেন, ‘হাজার বছরের বাঙালি সংস্কৃতির সমৃদ্ধি সাধনে যে শিল্পী ও সংস্কৃতিকর্মীরা ত্যাগ ও নিরলস কর্ম করে গেছেন, আমিও তাদের মতোই একজন নিরলস কর্মী মাত্র। আমার আগে এই সম্মানে যারা ভূষিত হয়েছেন, তাদের কাতারে নিজেকে দেখতে পেয়ে ধন্য মনে করছি।’
অনুষ্ঠানের আয়োজক এবং জুরি বোর্ডকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘বরাবরের মতো ধন্যবাদ দেবো, আমার কাজের সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেক শিল্পীকে, একজন নির্মাতা, চিত্রনাট্যকার, সহশিল্পী, রূপসজ্জাকর, চিত্রগ্রাহক, পোশাক পরিকল্পক, শিল্পনির্দেশক এবং অবশ্যই আমার দর্শকদের। আপনাদের নিঃস্বার্থ মায়ার টানেই আমি আমার সর্বস্ব দিয়েছি অভিনয়কে।’
প্রসঙ্গত, জয়া আহসান সেরা অভিনেত্রী হিসেবে বাংলাদেশে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ‘চোরাবালি’, ‘গেরিলা’ ও ‘জিরো ডিগ্রী’ ছবির জন্য তিনি এই পুরস্কার অর্জন করেন। বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রে অভিনয় করেও আলোচিত তিনি। তার ‘বিসর্জন’ চলচ্চিত্রটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এ ছাড়াও কলকাতার ‘ঈগলের চোখ’, ‘আবর্ত’ ও সর্বশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার শহর’-এ অভিনয় করে খুবই প্রশংসা পেয়েছেন জয়া।
ভিডিওতে জয়া আহসানের বায়োগ্রাফি ও পুরস্কার গ্রহণ:

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…