X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভারতীয় ক্রিকেট দলের ‘লাকি চার্ম’ সোনম

বিনোদন ডেস্ক
২৭ আগস্ট ২০১৭, ০৮:০০আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ০৮:০০

সোনম কাপুর রাজপুত কন্যা জোয়া সিং সোলাঙ্কির জন্ম ১৯৮৩ সালের ২৫ জুন, বিশ্বকাপ ক্রিকেটে ভারতের শিরোপা জেতার মুহূর্তে। কাজ করে একটি বিজ্ঞাপনী সংস্থায়। কাজের সুবাদে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ হয় তার।
একসময় মেন ইন ব্লু’রা অনুধাবন করে, এই মেয়ের সঙ্গে নাস্তা করে মাঠে গেলে জয় আসে। কারণ কয়েকবার জোয়ার সঙ্গে নাস্তা না করে হারে তারা। এর সুবাদে সে হয়ে ওঠে দলটির ‘লাকি চার্ম’।
কাল্পনিক এ ঘটনা নিয়ে আনুজা চৌহান লিখেছেন ‘দ্য জোয়া ফ্যাক্টর’ নামের একটি উপন্যাস। ২০০৮ সালে প্রকাশিত হয় এটি। এ বই অবলম্বনে তৈরি হচ্ছে ছবি। এতে জোয়া চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন তিনিই।
অনিল কাপুরের মেয়ে সোনম লিখেছেন, ‘দুই বোন আরতি শেঠি ও পূজা শেঠি (প্রযোজক) এবং অভিষেক শর্মার (পরিচালক) সঙ্গে কাজ করতে যাচ্ছি এজন্য আমি খুব উচ্ছ্বসিত।’
এদিকে ‘ভিরে ডি ওয়েডিং’ ছবির জন্য প্রস্তুতি শুরু করেছেন সোনম। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন কারিনা কাপুর খান, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়া। আগামী মাসে এর শুটিং শুরু হবে।
সোনমের হাতে এখন আরও আছে ‘প্যাডম্যান’ (অক্ষয় কুমার) এবং সঞ্জয় দত্তের বায়োপিক। দুটি ছবিই মুক্তি পাবে আগামী বছর।
এর আগে সাহসী বিমানবালা নির্জা ভানোত চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সোনম। ছবিটির নাম ‘নির্জা’।

/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার