X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আবারও সেরা আমিরের ‘দঙ্গল’

বিনোদন ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৭, ১১:৪৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৯:২৫

 

এবারের স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসের লালগালিচায় ইরফান খান বলিউডে পুরস্কার মৌসুম শুরু হয়ে গেছে। রবিবার (৩ ডিসেম্বর) রাতে ভারতের মুম্বাইয়ে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে বসেছিল স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এ অনুষ্ঠানকে ঘিরে প্রায় গোটা বলিউড ছিল ব্যস্ত।

আবারও পুরস্কার গেছে ‘দঙ্গল’-এর ঘরে। এবার সর্বাধিক ছয়টি বিভাগে সেরা হয়েছে সুপারস্টার আমির খানের এ ছবিটি’। এর জন্য সেরা পরিচালকের পুরস্কার উঠেছে নিতেশ তিওয়ারির হাতে। ‘বেরেলি কি বরফি’র সংলাপ রচয়িতার জন্যও পুরস্কৃত হয়েছেন তিনি। তবে এটি তাকে ভাগাভাগি করতে হয়েছে স্ত্রী অশ্বিনী আইয়ার তিওয়ারির সঙ্গে। আমির খান, দঙ্গল ছবিতে

‘বেরেলি কি বরফি’র জন্য রাজকুমার রাও সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন। সমালোচকদের পছন্দে ‘নিউটন’ ছবির সুবাদে তিনিই হয়েছেন সেরা অভিনেতা। ‘নিউটন’কে সমালোচকরা সেরা ছবির তকমা দিয়েছেন। তাদের চোখে সেরা অভিনেত্রী ‘তুমহারি সুলু’র তারকা বিদ্যা বালান। একই ছবির তারকা নেহা ধুপিয়া হয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রী। ‘তুমহারি সুলু’র সুবাদে সেরা নতুন পরিচালকের স্বীকৃতি পেলেন সুরেশ ত্রিবেণি। বামে সালমান। ডানে রাজকুমার রাও

দর্শক পছন্দে সেরা অভিনেতা হয়েছেন ‘হিন্দি মিডিয়াম’ ছবির জন্য ইরফান খান। সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে কঙ্কনা সেন শর্মার ঘরে (লিপস্টিক আন্ডার মাই বোরখা)। সেরা নবাগত অভিনেতা হয়েছেন ‘দঙ্গল’খ্যাত অপরশক্তি খুরানা (অভিনেতা আয়ুষ্মান খুরানার ভাই)।

গানের বিভাগগুলোতে ‘দঙ্গল’ ছবির জন্য সেরা সংগীত পরিচালক ও সেরা আবহসংগীত রচয়িতার দুটি পুরস্কারই জিতেছেন প্রীতম চক্রবর্তী। তার সংগীত পরিচালনায় ‘জাগ্গা জাসুস’ ছবির ‘উল্লু কা পাট্টা’ গানের জন্য সেরা নৃত্য পরিচালক হয়েছেন শৈমাক দাবার। ‘রইস’ ছবির ‘জালিমা’ গানের সুবাদে সেরা গায়কের পুরস্কার এসেছে অরিজিৎ সিংয়ের ঘরে। ‘শুভ মঙ্গল সাবধান’-এর ‘কানহা’ গানটির জন্য সেরা গায়িকা হয়েছেন শাশা তিরুপতি।

অনুষ্ঠানে প্রয়াত অভিনেতা বিনোদ খান্নার প্রতি শ্রদ্ধা জানান কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। একসঙ্গে নেচেছেন দুই প্রজন্মের দুই তারকা মাধুরী দীক্ষিত ও বরুণ ধাওয়ান। এছাড়া ছিল সুপারস্টার সালমান খান, টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর, শক্তি মোহনের পরিবেশনা। এ আয়োজন উপস্থাপনা করেন ‘টয়লেট: এক প্রেম কথা’ ও ‘শুভ মঙ্গল সাবধান’ তারকা ভূমি পেড়নেকর। লালগালিচায় দ্যুতি ছড়িয়েছেন তাপসী পান্নু, ইলিয়েনা ডি'ক্রুজ, কৃতি স্যানন, উর্বশী রাউতেলা, সুরভিন চাওলা, ডেইজি শাহসহ অনেকে। বিদ্যা বালানের সঙ্গে পরিচালক সুরেশ ত্রিবেণি

গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের নভেম্বর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ছবিগুলো বিচার করে দেওয়া হয়েছে এবারের স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস।

স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসে ২০১৭ বিজয়ীর তালিকা-
চলচ্চিত্র (সমালোচক পছন্দে): নিউটন
অভিনেতা (সমালোচক পছন্দে): রাজকুমার রাও (নিউটন)
অভিনেত্রী (সমালোচক পছন্দে): বিদ্যা বালান (তুমহারি সুলু)
অভিনেতা (দর্শক পছন্দে): ইরফান খান (হিন্দি মিডিয়াম)
অভিনেত্রী: কঙ্কনা সেন শর্মা (লিপস্টিক আন্ডার মাই বোরকা)
পার্শ্ব অভিনেতা: রাজকুমার রাও (বেরেলি কি বরফি)
পার্শ্ব অভিনেত্রী: নেহা ধুপিয়া (তুমহারি সুলু)
পরিচালক: নিতেশ তিওয়ারি (দঙ্গল)
নবাগত অভিনেতা: অপরশক্তি খুরানা (দঙ্গল)
নতুন পরিচালক: সুরেশ ত্রিবেণি (তুমহারি সুলু)
সংলাপ রচয়িতা: অশ্বিনী আইয়ার তিওয়ারি, নিতেশ তিওয়ারি (বেরেলি কি বরফি)
গায়ক: অরিজিৎ সিং (জালিমা, ছবি: রইস)
গায়িকা: শাশা তিরুপতি (কানহা, ছবি: শুভ মঙ্গল সাবধান)
সংগীত পরিচালক: প্রীতম চক্রবর্তী (দঙ্গল)
আবহসংগীত: প্রীতম চক্রবর্তী (দঙ্গল)
গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (দঙ্গল)
নৃত্য পরিচালক: শৈমাক দাবার (উল্লু কা পাট্টা, ছবি: জাগ্গা জাসুস)
শব্দসজ্জা: শাহজিৎ কোয়েরি (রেঙ্গুন)
সম্পাদনা: বাল্লু সালুজা (দঙ্গল)

ছবি ও সূত্র: জি-নিউজ

/জেএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ