X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মরদেহ হিমঘরে, বুধবার দাফন

বিনোদন রিপোর্ট
২২ মে ২০১৮, ২০:৫৯আপডেট : ২৩ মে ২০১৮, ১১:৩৩

তাজিন আহমেদ তাজিন আহমেদের জানাজা হবে বুধবার (২৩ মে) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে। এরপর তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে।

অন্যদিকে আজ (২২ মে) এই অভিনেত্রীর মরদেহ রাখা হচ্ছে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘরে।


অভিনয় শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার বাদ যোহর গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ী সকলেই তাঁকে শেষ দেখা ও শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। পরে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।’


প্রসঙ্গত, মঙ্গলবার (২২ মে) তাজিন আহমেদ না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৩ বছর। ১৯৭৫ সালের ৩০ জুলাই নোয়াখালীতে জন্ম নেন ক্ষণজন্মা এই অভিনেত্রী।




জানা গেছে, এদিন বেলা সোয়া তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর বলে শুরুতেই তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। এরপর ইসিজি রিপোর্ট ও নানা পরীক্ষা শেষে বেলা ৪টা ২০ মিনিট নাগাদ কর্তব্যরত চিকিৎসক নূর হোসেন তাজিন আহমেদকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার জানান, এই অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

* হাসপাতালে অভিনেত্রী তাজিন আহমেদ, অবস্থা সংকটাপন্ন

* অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই

* ভালো লাগা মুহূর্তগুলো সবসময় স্মৃতি হয়ে যায়: তাজিন আহমেদ

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...