X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘হলটি ভাঙা অবস্থায় দেখতে ভীষণ কষ্ট হয় আমার’

দুলাল আবদুল্লাহ, রাজশাহী প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৮, ১৯:২০আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৪:২৮

উপহার প্রেক্ষাগৃহ ভাঙার দৃশ্য আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, ১২ অক্টোবর থেকেই রাজশাহী নগরীর সর্বশেষ উপহার সিনেমা হলটি বন্ধ হয়ে যাবে। সেই অনুযায়ী অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। এরপরও ব্যক্তিমালিকাধীন ‘উপহার’ সিনেমা হলটি রক্ষা করা যায়নি। গত ৪ নভেম্বর থেকে হলটি ভবন ভাঙা শুরু হয়েছে। এখনও চলছে ভেঙে ফেলার কাজ। উপহার সিনেমা হলে সর্বশেষ প্রদর্শিত হয়েছে শাকিব খান, নুসরাত, সায়ন্তিকা অভিনীত ‘নাকাব’ ছবিটি।

শনিবার (২৪ নভেম্বর) বিকালে সরেজমিনে দেখা যায়, উপহার সিনেমা হলের ভবনের পিছন অংশটি প্রায় ভেঙে ফেলা হয়েছে। আর সামনে একটি বিশাল ব্যানার টানানো হয়েছে। তাতে লেখা আছে ‘প্রস্তাবিত উপহার কমপ্লেক্স-সিনেপ্লেক্স ও বিশাল ফাস্টফুড, বিবিধ বাণিজ্যিক প্রতিষ্ঠান, হেলথ কেয়ার ও ডে কেয়ার, বিনোদন কেন্দ্র ও গেম সেন্টার, আধুনিক ব্যায়ামাগার ও ডিপার্টমেন্টার স্টোর, সুইমিংপুল ও অত্যাধুনিক আবাসিক ফ্লাট, কর্তৃপক্ষ : উপহার সিনেমা লিমিটেড।’

স্মৃতিময় সিনেমা হলটি নিয়ে পাশেই অবস্থিত জাজকো ট্রেডিংয়ের পরিচালক ইনতেখাব আলম বাবর বলেন, ‘রাজশাহী নগরীতে চারটি সিনেমা হলে প্রায় ৫০০টি আমার সিনেমা দেখা হয়েছে। এরমধ্যে ৯৮টি উপহার সিনেমা হলে গিয়ে দেশ ও বিদেশের সিনেমা দেখেছি। এতে করে রয়েছে অনেক মজার ও সুখকর স্মৃতি।’

বিনোদনপ্রেমী এই ব্যক্তিটি বলেন, ‘প্রথম দিকে এই হলের নাম ছিল স্নিগ্ধা। পরে ৯০ দশকে উপহার সিনেমা লিমিটেড নামে নতুন করে পথ চলা শুরু করে। তখন টিকিটের মূল্য ছিল ডিসি সাড়ে ৪ টাকা, প্রথম শ্রেণি সাড়ে ৩ টাকা, দ্বিতীয় শ্রেণি আড়াই টাকা ও তৃতীয় শ্রেণি ছিল ১টাকা ৫০ পয়সা। স্কুলের ছাত্র হওয়ায় আমি ও আমার চাচাতো ভাই ডাবলু তৃতীয় শ্রেণিতে বসে বেশি সিনেমা উপভোগ করেছি। মজার ব্যাপার ছিল-বাড়ির কাছে হলটি হওয়ায় বিকাল বেলায় একটি সিনেমা আমরা এক টিকিটে ভাগাভাগি করে দেখতাম। বাড়ির অভিভাবকের কাছ থেকে মার খাওয়ার ভয়ে সিনেমার বিরতির আগের অংশ আমি দেখে আসতাম। পরের অংশ দেখতো চাচাতো ভাই। খুব খারাপ লাগছে-স্মৃতিময় সিনেমা হলটি ভেঙে ফেলা হচ্ছে।’

হলের সামনে টানানো ব্যানার

রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুল বলেন, ‘আন্দোলন সংগ্রামের ফলে কর্তৃপক্ষ তাদের নকশা বদল করে সিনেপ্লেক্স করার পরিকল্পনা রেখেছে। কিন্তু সিনেপ্লেক্সের টিকিটের মূল্য তো বেশি হবে। আর রাজশাহীতে বেশির ভাগই শিক্ষার্থীর বসবাস। তাই তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। আবার হলটি ভেঙে ফেলায় নির্মল বিনোদনের জায়গা নষ্ট হয়ে যাবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী আফরিন বানু বলেন, ‘‘রাজশাহীতে পড়তে এসে বন্ধুদের সাথে এই হলে ‘বস-২’ সিনেমা দেখেছিলাম। হলটি ভেঙে ফেলা হচ্ছে। এতে করে বন্ধুদের সাথে এভাবে সিনেমা দেখা হবে না। যদি সিনেপ্লেক্স হয়, তাহলে টিকিটের দামটা যেন সহনীয় হয়।’’

হলের সামনে দীর্ঘদিন বাদাম ও ভাজা বিক্রি করেন জমশেদ আলী। শনিবারও বিকালে সে বাদাম বিক্রি করছিল। কিন্তু হলটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে কেউ ভিড় করে না। ‘এতে করে আগের মতো তেমন ব্যবসাও হয় না। রাতে হলের সামনে ফাকা জায়গায় লাইটি জ্বালিয়ে ক্রিকেট খেলে। এখন তাদের অপেক্ষায় থাকি। কারণ তারাই আমার ক্রেতা।’ বললেন এই বিক্রেতা।

উপহার সিনেমা হলের দীর্ঘদিনের কর্মচারী লিটন বলেন, ‘শেষ শো-এর পর থেকে আমি আর উপহারের সামনের রাস্তা দিয়ে হাঁটি না। যতটা সম্ভব এড়িয়ে চলি। হলটি ভাঙা অবস্থায় দেখতে আমার ভীষণ কষ্ট হয়। কারণ এই সিনেমা হলটি শুধু আমার সংসারের খরচ চালাতো না। এখান থেকে অনেক বিনোদন পেতাম।’

সিনেমা হলের পাশের অংশ
এদিকে, প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, সাংসদ ফজলে হোসেন বাদশা, মুক্তিযোদ্ধা ও কবি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিকসহ বিশিষ্টজন হলটির সামনে অবস্থান নিয়ে এটি রক্ষার দাবি জানিয়েছেন। সিনেমা হলটি রক্ষার জন্য রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে স্মারকলিপি দিয়েছিল রাজশাহীর চলচ্চিত্র সংসদসমূহ। সিনেমা হলের সামনে স্থানীয়রা অবস্থান কর্মসূচিও পালন করেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।

রাজশাহীর ঐতিহ্যবাহী উপহার সিনেমা হলটির যাত্রা শুরু হয়েছিল ১৯৮৫ সালের ১৪ এপ্রিল থেকে। ১৯৯১ সালের সরকারি হিসাব অনুযায়ী রাজশাহী নগরীসহ জেলায় সিনেমা হল ছিল ৫৫টি। তবে জেলায় বর্তমানে চালু আছে মাত্র চারটি সিনেমা হল। এগুলো হলো- পবার নওহাটার বাবুল, মোহনপুর কেশরহাটের দিগান্ত, তানোরের আনন্দ ও বাগমারার মাদারিগঞ্জে অন্তরা।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী