X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘টুমরো’ বদলে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ

ওয়ালিউল বিশ্বাস
০২ ডিসেম্বর ২০১৮, ১৫:১০আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৭:০৮

টুমরো’র ট্রেলারে রাতুল টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির জন্য তৈরি করা হচ্ছে ব্যয়বহুল অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। শিশুতোষ এ নির্মাণের নাম ‘টুমরো’। মাত্র ২০ মিনিটের এ স্বল্পদৈর্ঘ্যে তুলে ধরা হবে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব।
এটি নির্মাণ করেছেন মোহাম্মদ শিহাব উদ্দিন।
নির্মাতার ভাষ্যমতে, এ ধরনের বিষয়কে নিয়ে বাংলাদেশে নির্মিত এটাই প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র। গত বছরের জুলাইয়ে শুরু হয়েছে ‘টুমরো’র নির্মাণযজ্ঞ। চলতি বছরের শেষ দিকে এটির কাজ শেষ হলো।
২০ মিনিট ব্যাপ্তির এ ছবিটি প্রযোজনা করছে সাইকোর স্টুডিও ও দীপ্ত টিভি।
নির্মাতা শিহাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দীপ্ত টিভি থেকেই প্রথমে এমন প্রস্তাব আসে। তারা চাইছিলেন জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে ঝুঁকির মধ্যে পড়বে এবং প্রকৃতি ধ্বংসের মুখোমুখি হবে তা তুলে ধরতে। এটা একটু গুরুগম্ভীর বিষয়। সেটাকে শিশুদের উপযোগী করে তুলে ধরা হচ্ছে।’
২০১৭ সালের জুলাই মাসে এটি নির্মাণ শুরু হয়। ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী মার্চ মাসের মধ্যে টিভিতে প্রচারের ইচ্ছে এই নির্মাতার।
টুমরো’র ট্রেলারে রাতুল ও তার পরিবার দীপ্ত টিভি জানায়, রাতুল নামে একটি ছোট্ট শিশুকে কেন্দ্র করে এগিয়েছে ছবিটির গল্প। ছেলেটি প্রকৃতি পছন্দ করে না। সে ভিডিও গেম বা আধুনিক বিষয়গুলো পছন্দ করে।
তখনই তার সামনে হাজির হয় কাল্পনিক চরিত্র। যে তাকে অন্যরকম গল্প শোনায়। এরপর থেকেই রাতুল বদলে যেতে থাকে।
সম্প্রতি টেলিভিশন চ্যানেলটির ইউটিউবে ‘টুমরো’-এর ট্রেলার প্রকাশ হয়েছে। সেখানে হাজির হয়েছে এর কেন্দ্রীয় চরিত্র রাতুল, রাতুলের বাবা ও বাতাস বুড়ো।
মোহাম্মদ শিহাব উদ্দিন এর আগে ‘মীনা’ কার্টুনে কাজ করেছেন। কিছু দিন আগে মুক্তি পেয়েছে তার অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ ‘শাহানা’।
এদিকে এই ছবির ট্রেলার দেখার পর হলিউডে অ্যানিমেশন ও ভিএফএক্স প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করা বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজার ভাষ্য এমন, ‘‘টুমরো’ নামের এই ফিল্মটার মাধ্যমে বাংলাদেশের অ্যানিমেশন অধ্যায়ের ভবিষ্যৎ পাল্টে যাবে।’’
টুমরো’র ট্রেলার:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার