X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

২০১৮: সুপারহিরোদের জয়জয়কার

বিনোদন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৮, ১৮:৫০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৮:৫২

হলিউডের জন্য ২০১৮ ছিল উল্লেখযোগ্য ও ঘটনাবহুল। এ বছর ১০০ কোটি ডলার ছাড়ানো ব্যবসা করেছে চারটি ছবি। এর মধ্যে ২০০ কোটি ডলারের অভিজাত ক্লাব পেরিয়েছে একটি ছবি। শীর্ষ ১০ ব্যবসাসফল চলচ্চিত্রের তালিকায় তাকালে সুপারহিরোদের জয়জয়কারই চোখে পড়বে। বিশেষ করে মার্ভেল কমিকসের কথা বলতেই হয়। মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘ব্ল্যাক প্যান্থার’, ‘ভেনম’, ‘ডেডপুল টু’ ও ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প’ ব্যবসার দিক দিয়ে সেরা দশে আছে। এর মধ্যে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর মাধ্যমে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ১০ বছরের পথচলার শেষ গল্প শুরু হয়েছে। এছাড়া ‘ব্ল্যাক প্যান্থার’ ঘটিয়েছে নতুন বিপ্লব। কৃষ্ণাঙ্গ তারকাদের প্রাধান্য আছে এমন সুপারহিরো ছবি হলিউডে এটাই প্রথম।  
২০১৮: সুপারহিরোদের জয়জয়কার ব্যবসাসফল শীর্ষ ১০ ছবি
১. অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০৫ কোটি ডলার)
২. ব্ল্যাক প্যান্থার (১৩৫ কোটি ডলার)
৩. জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম (১৩০ কোটি ডলার)
৪. ইনক্রেডিবলস টু (১২৪ কোটি ডলার)
৫. ভেনম (৮৫ কোটি ডলার)
৬. মিশন: ইমপসিবল-ফলআউট (৭৯ কোটি ডলার)
৭. ডেডপুল টু (৭৩ কোটি ডলার)
৮. বোহেমিয়ান র‌্যাপসোডি (৬৪ কোটি ডলার)
৯. অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প (৬২ কোটি ডলার)
১০. ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইম অব গ্রিন্ডেলওয়াল্ড (৫৯ কোটি ডলার)
প্রশংসিত ১০ ছবি
১. রেডি প্লেয়ার ওয়ান। ২. অ্যা স্টার ইজ বর্ন। ৩. মোগলি: লিজেন্ড অব দ্য জঙ্গল। ৪. স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স। ৫. অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার। ৬. ক্রিড টু। ৭. অ্যা কোয়াইট প্লেস। ৮. ফার্স্ট ম্যান। ৯. মিশন: ইমপসিবল-ফলআউট। ১০. ব্ল্যাক প্যান্থার।
আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট সেরা ১০ ছবি
১. অ্যা স্টার ইজ বর্ন। ২. অ্যা কোয়াইট প্লেস। ৩. ম্যারি পপিন্স রিটার্নস। ৪. দ্য গ্রিন বুক। ৫. ফার্স্ট রিফর্মড। ৬. দ্য ফেভারিট। ৭. ইফ বিয়েল স্ট্রিট কুড টক। ৮. এইথ গ্রেড। ৯. ব্ল্যাক প্যান্থার। ১০. ব্ল্যাকক্ল্যান্সম্যান।
আইএমডিবি সেরা ১০ ছবি
১. অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার। ২. ব্ল্যাক প্যান্থার। ৩. ডেডপুল টু। ৪. জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম। ৫. দ্য মেগ। ৬. ভেনম। ৭. মিশন: ইমপসিবল-ফলআউট। ৮. রেডি প্লেয়ার ওয়ান। ৯. ইনক্রেডিবলস টু। ১০. বোহেমিয়ান র‌্যাপসোডি।
বিবিসির দৃষ্টিতে সেরা ১০ ছবি
১. অ্যা কোয়াইট প্লেস। ২. শপলিফটারস। ৩. কোল্ড ওয়ার। ৪. ইফ বিয়েল স্ট্রিট কুড টক। ৫. দ্য ফেভারিট। ৬. স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স। ৭. দ্য রাইডার। ৮. লিভ নো ট্রেস। ৯. ফার্স্ট ম্যান। ১০. সুইট কান্ট্রি।
অনলাইনে সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া ১০ ছবি
১. অ্যানিহিলেশন। ২. লাস্ট স্টোরিস। ৩. টোয়েন্টি টু জুলাই। ৪. দে'ইল লাভ মি হোয়েন আই'ম ডেড। ৫. টু অল দ্য বয়েজ আই'ভ লাভড বিফোর। ৬. রোমা। ৭. দ্য ব্যালাড অব বাস্টার স্ক্রাগস। ৮. শারকার্স। ৯. হোল্ড দ্য ডার্ক। ১০. ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার।
আলোচিত-বিতর্কিত
তারকাদের সাফল্য, তাদের ঘিরে গুঞ্জন আর বেশ কয়েকজন গুণীর বিদায়; ২০১৮ সালে হলিউডের শীর্ষ খবরগুলো ছিল এমনই। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ফিরে দেখা যাক।
* কৃষ্ণাঙ্গ তারকায় ভরপুর ‘ব্ল্যাক প্যান্থার’ ও এশীয় তারকানির্ভর ‘ক্রেডি রিচ এশিয়ানস’ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। হলিউডে শ্বেতাঙ্গদের প্রাধান্যের ভিড়ে এ দুটি ছবির সাফল্য নতুন দিনের সূচনা।   
* মিটু হ্যাশট্যাগ আন্দোলন শুরুর পর যৌন হেনস্তার অভিযোগে তারকাদের মধ্যে প্রথম দোষী সাব্যস্ত হন বিল কসবি। নিউ ইয়র্ক পুলিশের কাছে যৌন কেলেঙ্কারির কারণে নিন্দিত প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন আত্মসমর্পণ করেন। যৌন হয়রানির অভিযোগ ওঠা কেভিন স্পেসিকে ছাড়াই তৈরি হয় নেটফ্লিক্সের ‘হাউস অব কার্ডস’ সিরিজ।
* ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবির মাধ্যমে হলিউডে পা রেখে প্রশংসা কুড়িয়েছেন লেডি গাগা। অস্কারেও তার সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে।
* অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলেছিলেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড। এ নিয়ে তোলপাড় শুরু হয়। পরে অবশ্য তার হাতে এসেছে এটি।
* পিপল ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষ নির্বাচিত হন ইড্রিস অ্যালবা। সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা হয়েছেন জর্জ ক্লুনি।
* অভিনেতা ব্র্যাড পিট ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদ প্রক্রিয়াও বেশ আলোচিত ছিল।
মৃত্যু
অভিনেতা বার্ট রিনোল্ডস (৬ সেপ্টেম্বর), কমিকস সুপারহিরোর স্রষ্টা স্ট্যান লি (১২ নভেম্বর), ডিজে এভিসি (২০ এপ্রিল), র‌্যাপার ম্যাক মিলার (৭ সেপ্টেম্বর), অস্কারজয়ী অভিনেত্রী ডরোথি ম্যালোন (১৯ জানুয়ারি), অস্কার মনোনীত অভিনেত্রী সোন্ড্রা লক (৩ নভেম্বর), স্কট উইলসন (৬ অক্টোবর), ‘কুইন অব সৌল’ অ্যারেথা ফ্রাঙ্কলিন (১৬ আগস্ট), চিত্রগ্রাহক নিকোলাস রোয়েজ (২৩ নভেম্বর), বের্নার্দো বের্তোলুচ্চি (২৬ নভেম্বর)।
বিয়ে
প্রিন্স হ্যারির সঙ্গে অস্ট্রেলীয় অভিনেত্রী মেগান মার্কেলের বিয়ে সারাবিশ্বে আলোচিত হয়েছে। পপ গায়ক জাস্টিন বিবার ও মডেল হেইলি ব্যাল্ডউইন চুপিসারে বিয়ে করেন।
বিশ্বসংগীত ২০১৮
প্রথম র‌্যাপার হিসেবে পুলিৎজার পুরস্কার জেতেন মার্কিন তারকা কেন্ড্রিক ল্যামার। ২০১৭ সালে প্রকাশিত ‘ড্যাম’ অ্যালবামের জন্য এই স্বীকৃতি পান তিনি। গ্র্যামিতে পপ গায়ক ব্রুনো মার্সের জয়জয়কার ছিল চোখে পড়ার মতো। মোট ছয়টি বিভাগে সেরা হন তিনি। সর্বাধিক মনোনয়ন পেলেও শূন্য হাতে ফেরেন র‌্যাপার জে-জি। নভেম্বরে ভিক্টোরিয়া বেকহ্যামকে ছাড়াই স্পাইস গার্লস ব্যান্ডের পুনর্মিলনের ঘোষণা দেওয়া হয়। ২০১৯ সালে যুক্তরাজ্যে ছয়টি কনসার্ট করবেন এই ব্যান্ডের নারীরা। এ বছর সংগীত জীবনের শেষ ট্যুর শুরু করেছেন স্যার এলটন জন। গায়িকা আরিয়ানা গ্র্যান্ড ও কমেডিয়ান পিট ডেভিডসনের বাগদান হলেও কয়েক মাসের ব্যবধানে তা ভেঙে যায়। অতিরিক্ত মাদকসেবণের কারণে আরিয়ানার সাবেক প্রেমিক র‌্যাপার ম্যাক মিলারের মৃত্যু হয়। ‘কুইন অব সৌল’ অ্যারেথা ফ্রাঙ্কলিনের প্রয়াণ বছরের সবচেয়ে দুঃখজনক ঘটনা।

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!