X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আড্ডায় ‘ফাগুন হাওয়ায়’... (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২২

তিশা ও সিয়াম আজ (১৫ ফেব্রুয়ারি) পর্দায় উঠছে বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। দেশের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি।
তৌকীর আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। কেমন ছিল শুটিং, প্রস্তুতি আর বর্তমান ব্যস্ততা—এসব জানাতেই বাংলা ট্রিবিউনের আমন্ত্রণে ‘সেলিব্রেটি শো’তে অংশ নিতে এসেছিলেন এ তারকারা।
বাংলা ট্রিবিউনের মার্কেটিং হেড ও অভিনেত্রী বন্যা মির্জার সঞ্চালনায় প্রাণবন্ত এই আড্ডাটি হয়।
ছবিটি কি ভাষা আন্দোলনের প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র? এমন প্রশ্নে তৌকীর আহমেদ বলেন, ‘এর আগে বেশ কয়েকটি চলচ্চিত্রে ভাষা আন্দোলনের চিত্র উঠে এসেছে। তবে পূর্ণাঙ্গ চলচ্চিত্র বললে ‘ফাগুন হাওয়ায়’-ই প্রথম নির্মাণ।’
ছবির শিরোনাম গান:

অনেকের প্রশ্ন, নির্মাতা নাকি অভিনেতা—কোনটিতে তৌকীর আহমেদকে সেরা বলা যায়? এক্ষেত্রে তিশা সহযোগিতা করেন তৌকীরকে। বলেন, ‘তিনি ভালো অভিনেতা বলেই হয়তো অভিনয়শিল্পীর কাছ থেকে অভিনয়টা বের করে আনতে পারেন।’
এদিকে ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে সিয়াম বলেন, ‘‘যখন আমি আমার প্রথম চলচ্চিত্র ‘পোড়ামন-২’-এর কাজ শেষ করেছি ঠিক তখনই তৌকীর ভাইয়ের সঙ্গে ‘ফাগুন হাওয়ায়’-এর বিষয়ে চূড়ান্ত কথা হয়। কিছুদিন পর শুটিং শুরু হয়। সে হিসেবে এটি আমার দ্বিতীয় চলচ্চিত্র।’’
‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্র প্রসঙ্গে এমন আরও তথ্য জানতে পারবেন লাইভ অনুষ্ঠানের ভিডিওটিতে। সেখানে চলচ্চিত্র সম্পর্কে অনেক কথাই বলেছেন এই তিন তারকা।
আড্ডার ভিডিও:

মহান ভাষা আন্দোলনের সময়ে মফস্বলের মানুষের ভাবনা, আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’।
এখানে বিপ্লবী চরিত্র হাজির হয়েছেন সিয়াম আহমেদ। পাকিস্তানি কর্মকর্তা হিসেবে এসেছেন ‘লগান’-খ্যাত অভিনেতা যশপাল শর্মা। এছাড়া আছেন ফারুক আহমেদ, রওনক হাসান, সাজু খাদেম, হাসান আহমেদসহ অনেকে।

ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্মস আর পরিবেশনার দায়িত্বে আছে টাইগার মিডিয়া।
/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
২৪ বছর পরে আবার একসঙ্গে...
২৪ বছর পরে আবার একসঙ্গে...
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার