X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সেরা পাঁচ আবৃত্তিকার নির্বাচিত

বিনোদন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৯, ১৪:২৯আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৬:৫০

বিচারকদের সামনে বসে আছেন পাঁচ বিজয়ী ‘বইঘর আবৃত্তি প্রতিযোগিতা ২০১৯’-এর গ্র্যান্ড ফিনালে থেকে সেরা ৫ আবৃত্তিকার নির্বাচিত হলো।
৯ এপ্রিল সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন আবৃত্তিকার মাহিদুল ইসলাম, অধ্যাপক ড. সৌমিত্র শেখর ও উপস্থাপক-আবৃত্তিকার শারমিন লাকী।  
চূড়ান্ত আসরে নির্বাচিত ৫ বিজয়ীর মধ্যে প্রথম দুজন সাদী মুহম্মদ শুভ ও সুনৃত সুজন। তারা পুরস্কার হিসেবে পেয়েছেন কলকাতার জোড়াসাঁকোতে ৩ দিন ২ রাত ভ্রমণের সুযোগ। বাকি তিনজন শুভাশীষ বর্ষণ মণ্ডল, সানজিদা নাজনীন ও সাদিয়া সুলতানা প্রত্যেকেই ৫ হাজার টাকা মূল্যের বই পেয়েছেন।
ঘোষণা অনুযায়ী গত এক মাসে সারা দেশ থেকে রবি ও এয়ারটেল সিম ব্যবহারকারী প্রতিযোগীরা কবিতা রেকর্ড করে পাঠান রবি বইঘর ও মাই এয়ারটেল পকেট বুক অ্যাপ দুটিতে। পাশাপাশি ২৭০৫০ নম্বরে ডায়াল করেও কবিতা রেকর্ড করেন তারা। সেখান থেকে কয়েকটি ধাপে যাচাই-বাছাই করে চূড়ান্ত আসরে কবিতা পড়েন ১০ জন প্রতিযোগী। সেখান থেকেই ৫ জনকে পুরস্কৃত করা হয়েছে।
এই আয়োজনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, শিশুসাহিত্যিক আশিক মাহমুদ, বইঘরের প্রতিষ্ঠাতা ই.বি. সলিউশন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাফিউর রহমান খান ইউসুফজাই, পরিচালক এনামুল হক, সিওও খালেদুর রহমান দেওয়ানসহ রবি-এয়ারটেলের কর্তাব্যক্তিরা।
অনলাইনে বই পড়ার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘বইঘর’। দেশীয় সংস্কৃতির উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠানটি নিয়মিত আবৃত্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন করে থাকে।

/এস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল