X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পারলা দয়াল পারলা, এই মরারেই মারলা...

বিনোদন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ১৪:০৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৬:৩৭

পারলা দয়াল পারলা, এই মরারেই মারলা... ফেনীর সোনাগাজীর ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার ক্ষোভে মুখর সারাদেশ। মাদ্রাসার এই শিক্ষার্থীর মৃত্যুর কষ্ট ছুঁয়ে গেছে চিরকুট ব্যান্ডের সদস্যদেরও।
তাই তারা নুসরাত স্মরণে তৈরি করেছে নতুন গান ‘মানুষ’।
১৬ এপ্রিল এটি ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।
ভিডিওর শুরুতে লেখা আছে, ‘সব বৈশাখে রং থাকে না। নুসরাতের জন্য গাইতে হলো।’ কণ্ঠের পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমি।
সুমি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হতাহতের ঘটনা আমাদের দেশে প্রায়ই ঘটে। তবে এই ঘটনা আমাদের ভীষণভাবে দাগ কেটে গেছে। তাই তাকে স্মরণ করে গানটি প্রকাশ করলাম।’
গানের প্রসঙ্গে এই গায়িকা আরও বলেন, ‘এই গানটি মাস দশেক আগে একটি সিনেমার জন্য তৈরি করেছিলাম। নুসরাতের ঘটনার পর প্রথমে ভেবেছিলাম নতুন একটি গান তৈরি করবো। পরে মনে হলো, এ গানটিই নুসরাতের ঘটনার সঙ্গে যায়, তাই নতুনভাবে ভিডিও উপস্থাপন করে প্রকাশ করলাম।’
গানটির কথার রেশ ধরে সুমি আরও বললেন, ‘পারলা দয়াল পারলা, এই মরারেই মারলা...। বিচার চাইতে গিয়ে আগুনে পোড়ার ঠিক শেষ মুহূর্তে জানিনা নুসরাতের এমনটাই মনে হয়েছিল কি না। এপারে জীবন ভার, রূঢ়, বর্বর, অস্বাভাবিক। ওপারে তুমি নিশ্চয় ভালো থাকবে নুসরাত।’

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় নুসরাত আলিম পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা তার গায়ে আগুন দেয়। গুরুতর দগ্ধ অবস্থায় ওই দিন রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত ৯ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত মারা যান।
এর আগে গত ২৭ মার্চ ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন নুসরাতের মা।

/এম/এমএম/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল