X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কান উৎসবের অফিসিয়াল সিলেকশন ঘোষণা

বিনোদন ডেস্ক
১৮ এপ্রিল ২০১৯, ১৯:৪০আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৮:০৫

আজকের সংবাদ সম্মেলনে থিয়েরি ফ্রেমো ও পিয়েরে লেসকিউ ৭২তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনের তালিকা প্রকাশিত হলো। এরমধ্যে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম তথা পাম দ’রের জন্য প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ১৯টি ছবি।
ফ্রান্সের রাজধানী প্যারিসের শসলিজেতে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচিত ছবিগুলোর নাম ঘোষণা করেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। এ সময় তার পাশে ছিলেন উৎসবের সভাপতি পিয়েরে লেসকিউ।

আগামী ১৪ মে শুরু হবে কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসর। ওইদিন থাকছে মার্কিন নির্মাতা জিম জারমাশের জম্বি কমেডি ‘দ্য ডেড ডোন্ট ডাই’। এবার প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান থাকছেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। দক্ষিণ ফরাসি উপকূলের শহরে উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। প্রয়াত নির্মাতা আনিয়েস ভারদার প্রথম ছবির শুটিংয়ে তোলা একটি স্থিরচিত্র নিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজনের অফিসিয়াল পোস্টার।
প্রতিযোগিতা বিভাগ
* দ্য ডেড ডোন্ট ডাই (জিম জারমাশ, উদ্বোধনী ছবি)
* পেইন অ্যান্ড গ্লোরি (পেদ্রো আলমোদোভার)
* দ্য ট্রেইটর (মার্কো বেলোচ্চিও)
* প্যারাসাইট (বন জুন হো)
* ইয়াং আহমেদ (জ্যঁ-পিয়ের দারদেন ও লুক দারদেন)
* ওহ মার্সি! (আহনু দিপ্লোশাঁ)
* দ্য ওয়াইল্ড গুজ লেক (ডিয়াও ইনান)
* আটলান্টিক (মাটি ডিওপ)
* ম্যাথিয়াস অ্যান্ড ম্যাক্সিম (হাভিয়ার দোলান)
* লিটল জো (জেসিকা হজনার)
* সরি উই মিসড ইউ (কেন লোচ)
* লে মিসারেবলস (লেজ লি)
* অ্যা হিডেন লাইফ (টেরেন্স মালিক)
* বাকুরাউ (ক্লেবার মেনদোসা ফিলো ও জুলিয়ানো দোরনেলিস)
* দ্য হুইজলারস (কর্নেলিউ পরমবয়ু)
* ফ্রাঙ্কি (আইরা সাকস)
* পোট্রেট অব দ্য ইয়াং গার্ল ইন ফায়ার (সেলিন সিয়ামা)
* ইট মাস্ট বি হ্যাভেন (ইলিয়া সুলেমান)
* সিবল (জাস্টিন ত্রিয়েত)
আঁ সার্তে রিগার
* ইনভিজিবল লাইফ (করিম আইনুজ)
* ইভিজিই (নারিমান অ্যালাইভি, প্রথম ছবি)
* বিনপোল (কান্তেমির বালাগভ)
* দ্য শোয়ালোজ অব কাবুল (জেবু ব্রেতমান ও ইলিয়া গোবি ম্যাভেলেক)
* অ্যা ব্রাদার’স লাভ (মনিয়া শকরি, প্রথম ছবি)
* দ্য ক্লাইম্ব (মাইকেল কভিনো, প্রথম ছবি)
* জোয়ান অব আর্ক (ব্রুনো দুমো)
* রুম ২১২ (ক্রিস্তফ নোরে)
* অ্যা সান দ্যাট নেভার সেটস (অলিভার লাক্স, প্রথম ছবি)
* পোর্ট অথরিটি (ড্যানিয়েল লেসোভিৎজ, প্রথম ছবি)
* পাপিশা (মুনিয়া মেদুর)
* জু রেন মি মি (মিদি জি)
* লিবার্টি (আলবার্ট চেরা)
* বুল (অ্যানি সিলভারস্টাইন, প্রথম ছবি)
* অ্যাডাম (মরিয়ম তুজানি)
* সামার অব চ্যাংশা (জু ফেঙ, প্রথম ছবি)
আউট অব কম্পিটিশন
* দ্য গুড টাইমস (নিকোলা বেদোস)
* রকেটম্যান (ডেক্সটার ফ্লেচার)
* ডিয়েগো ম্যারাডোনা (আসিফ কাপাডিয়া)
* দ্য বেস্ট ইয়ারস অব অ্যা লাইফ (ক্লদ ল্যঁলুশ)
* টু ওল্ড টু ডাই ইয়াং-নর্থ অব হলিউড, ওয়েস্ট অব হেল (নিকোলাস উইন্ডং রেফন)
মিডনাইট স্ক্রিনিংস
* দ্য গ্যাংস্টার, দ্য কপ, দ্য ডেভিল (লি ওন-তায়ে)
স্পেশাল স্ক্রিনিং
* ফর সামা (ওয়াদ আল কাতিব ও এডওয়ার্ড ওয়াটস)
* শেয়ার (পিপা বিয়াংকো , প্রথম ছবি)
* বি লিভিং অ্যান্ড নলেজ (আলা ক্যাভালিয়ের)
* টমাসো (আবেল ফেরেরা)
* ফ্যামিলি রোম্যান্স, এলএলসি (ভেরনার হার্ৎজগ)

/জেএইচ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…