X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রযোজক সোহেলের জমকালো বিবাহোত্তর সংবর্ধনা

বিনোদন রিপোর্ট
০৩ মে ২০১৯, ১৫:১৫আপডেট : ০৩ মে ২০১৯, ১৭:৪২

সোহেল-কনক দম্পতি বিয়ে করলেন দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল। কনে আইরিন আক্তার কনক।
১ মে ইস্কাটন গার্ডেনের পুলিশ কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে হয়ে গেল তাদের বিবাহোত্তর সংবর্ধনা। তারও আগে ২৯ এপ্রিল বেশ ঘটা করে গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছে এই দম্পতির।  
নবদম্পতিকে ঘিরে আঁখি আলমগীর, কুমার বিশ্বজিৎসহ এই প্রজন্মের শিল্পী ও গীতিকবিরা ১ মে এই নবদম্পতির সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে পুলিশ কনভেনশন সেন্টারে বসেছিল সংগীত তারকাদের মিলনমেলা। এসেছেন চলচ্চিত্র আর টিভি অঙ্গনের মানুষরাও।
এরমধ্যে উল্লেখযোগ্য তারকারা হলেন কুমার বিশ্বজিৎ, হাসান মতিউর রহমান, জুলফিকার রাসেল, আঁখি আলমগীর, টিনা রাসেল, মিনার, বেলাল খান, শাওন গানওয়ালা, মিফতাহ জামান, লুৎফর হাসান, কাজী শুভ, জয় শাহরিয়ার, কিশোর, তানজীব সারোয়ার, পূজা, নাহিদ মেহেদী, রনি, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, সাইফ চন্দন ও শাহীন কবির টুটুল, সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন, ইমন চৌধুরী ও সাজিদ সরকার, অভিনেতা সাগরসহ অনেকেই।
নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছিলেন গীতিকবি-সম্পাদক জুলফিকার রাসেল ও কণ্ঠশিল্পী টিনা রাসেল দম্পতি দেশের বিভিন্ন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধাররাও এসেছেন এ আয়োজনে। এরমধ্যে দেখা গেল লেজার ভিশনের একেএম আরিফুর রহমান ও মাজহারুল ইসলাম, সিএমভির কর্ণধার শেখ সাহেদ আলী পাপ্পু, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ, সাউন্ডটেকের পরিচালক তানভীর মাহমুদ অপু, ঈগল মিউজিকের কর্ণধার কচি আহমেদ, বাংলাঢোলের এনামুল হক প্রমুখকে।
জহিরুল ইসলাম সোহেল সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি সবার ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়েছি। জীবনের নতুন একটি অধ্যায় শুরু হলো আমাদের। সারা জীবন যেন একসঙ্গে সুন্দরভাবে কাটাতে পারি, সেই দোয়া করবেন।’ সোহেল-কনক দম্পতির গায়ে হলুদের আয়োজন

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!