X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মারজুক রাসেল: মাই নেম ইজ জনি

বিনোদন রিপোর্ট
১৮ মে ২০১৯, ১৫:৫০আপডেট : ১৮ মে ২০১৯, ১৫:৫৭

শুটিংয়ে মারজুক রাসেল ও সহশিল্পীরা মাত্র ৬৫০ টাকার জন্য জনিকে অপমান করে চলে যায় হোটেল ম্যানেজার বাদল। তাও আবার, প্রেমিকা তুলতুলির সামনে! তারপর চলে যায় তুলতুলিও।
অসহায় জনি ভুল করে মানিব্যাগ না নিয়ে বাসা থেকে বের হবার কারণে এমনটা ঘটলো। তাই নিজেই নিজের চুল ছিঁড়ছেন জনি। পেশায় তিনি ঝুট ব্যবসায়ী। বেশ রাগী স্বভাবের। রাগ উঠলেই যিনি মনে মনে বলেন, ‘মাই নেম ইজ জনি! এর প্রতিশোধ আমি নেবোই।’
আর এই জনি চরিত্রে অভিনয় করছেন গীতিকবি মারজুক রাসেল। নাটকটির নাম ‘মাই নেম ইজ জনি’। এটি চিত্রনাট্য ও পরিচালনায় হিমু আকরাম।
ঢাকার অদূরে পূবাইলের বিভিন্ন স্থানে শুটিং শুরু হয়েছে ১৭ মে থেকে। এতে মারজুক রাসেল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কামাল হোসেন বাবর, আনন্দ খালিদ, শহিদুন্নবী, নীলা ইসলাম, আনোয়ার হোসেন, মাসুদ রানা মিঠু, বিল্লু, তাসফিয়া প্রমুখ।
গল্পটি প্রসঙ্গে মারজুক রাসেল বলেন, ‘এখানে আমি জনি চরিত্রে অভিনয় করছি। একরোখা স্বভাবের চরিত্র। গ্রাম থেকে লাঠিয়াল ভাড়া করা, প্রতিশোধ নেওয়া- সব মিলিয়ে চরিত্রটি বেশ মজার। নাটকের শেষ দিকে দর্শকরা অন্য একটি গল্প খুঁজে পাবেন। এখানেই বড় মজা নাটকটির গল্পে।’
এদিকে নির্মাতা-নাট্যকার হিমু আকরাম বলেন, ‘সম্পূর্ণ মজার গল্প এটি। অদ্ভুত কিছু চরিত্র নিয়েই এই নাটক। গ্রাম, শহর, সাত জন মোটা আর একজন একরোখা মানুষের গল্প নিয়েই নাটকটির গল্প এগিয়েছে।’
নির্মাতা জানান, ‘মাই নেম ইজ জনি’ ঈদে প্রচার হবে চ্যানেল আইতে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার