X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘আর্টসেল’ বনাম ‘চিরকুট’ ব্যান্ডের ক্রিকেট ম্যাচ!

বিনোদন রিপোর্ট
১৯ মে ২০১৯, ১৭:৪১আপডেট : ১৯ মে ২০১৯, ১৯:৫১

দুই দলের সদস্যরা গানে কিংবা মঞ্চে নিয়মিত পাওয়া যায় ব্যান্ড আর্টসেল ও চিরকুটকে। তবে এবার তারা নেমেছিলেন সরাসরি মাঠে। হাতে ছিল ক্রিকেট ব্যাট আর বল।
না, নাটুকে কোনও ঘটনা নয়। ধানমন্ডির একটি মাঠে এভাবেই উপস্থিত হয়েছিল ব্যান্ডের সদস্যরা। উদ্দেশ্য ছিল শুধুই ক্রিকেট খেলা।
ব্যান্ড আর্টসেল জানায়, সময় টিভির ঈদ আয়োজনের বিশেষ একটি অনুষ্ঠান এটি। খেলা সম্পর্কে জানালেন চিরকুট ব্যান্ডের গায়িকা সুমিও। বললেন, ‘আনন্দ করতেই মূলত এই আয়োজনে আমাদের যুক্ত হওয়া। তবে খেলতে গিয়ে বুঝতে পেরেছি, রোদে, উত্তপ্ত আবহাওয়ায় ক্রিকেটারদের কতটা পরিশ্রম করতে হয়! আমরা হয়তো অল্পতেই ক্রিকেট দলের সমালোচনা করি। কিন্তু তাদের যে কী পরিশ্রম তা উপলব্ধি করতে পারি না। এ ম্যাচের পর ক্রিকেটারদের প্রতি আমাদের শ্রদ্ধা আরও বেড়ে গেছে।’

কিন্তু আর্টসেল বনাম চিরকুটের এই খেলায় কে জিতেছে, সে বিষয়ে আগাম মুখ খুলছেন না কোনও পক্ষই। বলছেন, ‘চমক নষ্ট করতে চাই না। টিভিতেই দেখে নেবেন।’
আয়োজন প্রসঙ্গে সময় টিভির বার্তা প্রধান তুষার আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রতিবারই ঈদের সময় একটু আলাদা ধরনের অনুষ্ঠান রাখি। এবার ঈদ ও বিশ্বকাপ ক্রিকেট একই সঙ্গে হবে। তাই আমরা দুটো বিষয়কে প্রাধান্য দিয়ে অনুষ্ঠান পরিকল্পনা করেছি। তারই অংশ হিসেবে তিন দিন শিল্পীদের ক্রিকেট ম্যাচ দেখাবো। ইতোমধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।’
খেলা শেষে ট্রফি বিতরণ পর্ব জানা যায়, ঈদের প্রথমদিন চিরকুট বনাম আর্টসেল, দ্বিতীয় দিন নাট্য পরিচালক বনাম শিল্পী এবং তৃতীয় দিন দেশ নাট্যদল বনাম নাগরিক নাট্যসম্প্রদায়ের ম্যাচ দেখানো হবে।
গত সপ্তাহে ব্যান্ড ও মঞ্চনাটকের দলগুলোর খেলার শুটিং শেষ হয়েছে। চার ওভারের এই ম্যাচগুলোতে ৭ জন করে খেলোয়াড় অংশ নিয়েছেন।

/এমআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার