X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রেক্ষাগৃহে নয়, ঈদের ছবি সরাসরি ইউটিউবে!

বিনোদন রিপোর্ট
২১ মে ২০১৯, ১৬:০২আপডেট : ২১ মে ২০১৯, ১৮:০৩

ছবির একটি দৃশ্যে পপি ও মারজুক রাসেল এমন ঘটনা এই দেশে সম্ভবত আগে আর হয়নি। প্রেক্ষাগৃহের বদলে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পাচ্ছে সরাসরি ইউটিউবে! তাও আবার ঈদের ছবি হিসেবে।
নাম, ‘দি ডিরেক্টর’। খবরটি নিশ্চিত করলেন ছবির পরিচালক কামরুজ্জামান কামু।
ছবির আরেকটি দৃশ্যে শিশুশিল্পীর সঙ্গে তানভীন সুইটি ছবিটির নাম কম-বেশি সবারই জানা। কারণ, নানা কারণে গত প্রায় ১২ বছর ধরেই ছবিটি আলোচনায় রয়েছে নানাভাবে। শুটিং শুরুর সময় বেশ আলোচনায় এসেছেন এর প্রধান দুই পাত্র-পাত্রী মারজুক রাসেল আর পপি।কারণ, তারা প্রথম সিনেমায় জুটি বাঁধেন। এরপর বহুবার শুটিং প্যাকআপ, পপিকে নিয়ে মারজুকের গান গাওয়া, পপির অসহযোগিতা, সেন্সরবোর্ডে আটকে থাকা, রাজপথে ছাড়পত্রের আন্দোলন, প্রেক্ষাগৃহে মুক্তির বিষয়ে নানা জটিলতা ইত্যাদি।   
২০০৭ সালে ছবিটির শুটিং শুরু হয়। ২০১৩ সালে সেন্সরে জমা পড়ে। ২০১৫ সালে ছাড়পত্র পায়। অবশেষে ২০১৯ সালের এই ঈদে মুক্তির আলো দেখতে যাচ্ছে ‘দি ডিরেক্টর’।
নির্মাতা জানান, সানবিডিটিউব নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ছবিটি মুক্তির আয়োজন চলছে। ‘দি ডিরেক্টর’-এর অনলাইন পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে ‘উই আওয়ার্স ক্রিয়েটিভ ফান্ডিং’ ইনিশিয়েটিভ প্ল্যাটফর্ম (www.whc.fund)। যার মাধ্যমে চলচ্চিত্রটি অনলাইনে দেখার পর দর্শক যদি মনে করেন, এটি তাকে বিনোদিত করেছে, তাহলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনও পরিমাণ অর্থ, যেকোনও দেশ থেকে ডোনেট করতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশে এই পদ্ধতিতে এখন শিল্পকর্মের বিনিয়োগ তোলা হচ্ছে। একই ধারায় এবার যুক্ত হচ্ছে বাংলাদেশের ছবি ‘দি ডিরেক্টর’।
কিন্তু প্রেক্ষাগৃহে না দিয়ে সরাসরি অনলাইনে কেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা কামু বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ছাড়পত্র পেলেও উপযুক্ত পরিবেশক না পেয়ে আবারও ঝুলে পড়ে পুরো বিষয়টা। প্রায় চার বছর এভাবে কেটে গেল। তাই শেষ পর্যন্ত ইউটিউবে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমরা মনে করি এটাই আমাদের ছবির জন্য যৌক্তিক প্ল্যাটফর্ম।’
ছবিটি মুক্তির আগে এরইমধ্যে দুটি গান ও টিজার ইউটিউবে প্রকাশ হয়েছে। এরমধ্যে একটি ‘আমি তোমার ডিরেক্টর, তুমি হিরোইন’। গানটি মারজুক রাসেলের লেখায় কণ্ঠ দিয়েছেন মমতাজ ও গীতিকার নিজেই। গানটিতে পপি আর মারজুক রাসেলের রসায়ন দেখার মতো। এরমধ্যে গানটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। অন্য গানটি হলো নির্মাতা কামুর লেখা ও গাওয়া ‘হাতের ওপর হাতের পরশ রবে না’।
একটি দৃশ্যে মোশাররফ করিম ও নাফিজা জাহান দীর্ঘ প্রতীক্ষার পর ছবিটি প্রেক্ষাগৃহের বদলে ইউটিউবে মুক্তি দেওয়া এক ধরনের পরাজয় নয় কী? এমন প্রশ্নের জবাবে কামরুজ্জামান কামু বললেন, ‘দীর্ঘ সময় ধরে ছবিটির প্রতি মানুষের আগ্রহ জমে আছে। আমাদের মধ্যেও ছবিটি দেখানোর বিষয়ে একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। এটা পরাজয় নয়, আমি বরং সার্থকতা হিসেবে দেখি। কারণ, কোনও বাধাই ছবিটাকে আটকে রাখতে পারলো না।’
‘দি ডিরেক্টর’-এ পপি ও মারজুক রাসেল ছাড়াও অভিনয় করেছেন মোশাররফ করিম, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, তানভীন সুইটি, নাফিজা জাহান, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।
নির্মাতা জানান, ঈদের ছবির মতোই ‘দি ডিরেক্টর’ মুক্তি পাচ্ছে ঈদের দিন।

ছবিটির গল্প এগিয়েছে একজন চলচ্চিত্র নির্মাতার শুটিং আর সংসার জীবনের নানা টানাপড়েন নিয়ে।

পপি-মারজুক রাসেলের গান:

/এস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!