X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জীবনে নাচ-গানেরও প্রয়োজন আছে: রুবানা হক

বিনোদন রিপোর্ট
২১ মে ২০১৯, ২০:৩৬আপডেট : ২২ মে ২০১৯, ১৩:৪৭

রুবানা হক ঈদ উৎসবে ৭ দিনের বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে নাগরিক টিভি। এর মধ্যে রয়েছে ১৫টি বাংলা সিনেমা, ১৪টি একক নাটক, ৪টি ধারাবাহিক এবং ৭টি লাইভ কনসার্ট।
গত ২০ মে ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত হন নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক ও বিজেএমইএ প্রেসিডেন্ট ড. রুবানা হক। প্রয়াত মেয়র আনিসুল হকসহ এ টিভিতে যারা যারা যুক্ত ছিলেন বা আছেন, তাদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন তিনি।
নিজে ব্যবসায়ী তাই সেই দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেন রুবানা হক। ‘আমি ব্যবসায়ী মানুষ। তাই যখন ঈদের অনুষ্ঠানসূচি প্রসঙ্গে জানতে পারলাম, মনে মনে ভাবলাম- এসব নাচ-গান কেন রেখেছে! পরে ভাবলাম, ঠিকই আছে। আমাদের এই কর্মব্যস্ত জীবনে যদি একটু বিনোদন খুঁজে নিতে হয় তাহলে গান-নাচ-নাটকই আমাদের অন্যতম সম্বল। জীবনে নাচ-গানেরও প্রয়োজন আছে। একটা কথা, টেলিভিশন এখন একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। তারপরও আমরা চেষ্টা করছি ভালো অনুষ্ঠান উপহার দিতে। সবার চেষ্টায় নিশ্চয়ই টেলিভিশন ইন্ডাস্ট্রি ভালোর দিকে এগিয়ে যাবে।’
এ সময় আরও বক্তব্য প্রদান করেন অভিনেতা জাহিদ হাসান এবং সংগীতশিল্পী ইমরান।
বলবো কথা বাসর ঘরে নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু জানান, ১৫টি সিনেমার মধ্যে শাকিব খানেরই রয়েছে ৯টি ছবি। মান্না অভিনীত ৪টি। সালমান শাহ অভিনীত ২টি। ছবিগুলো হলো, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বলবো কথা বাসরঘরে’, ‘দুই বধূ এক স্বামী’, ‘প্রাণের মানুষ’, ‘এক টাকার বউ’, ‘টাকার চেয়ে প্রেম বড়’, ‘পাঞ্জা’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘মা আমার স্বর্গ’, ‘পিতামাতার আমানত’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘তুমি আমার মনের মানুষ’ এবং ‘অন্তরে অন্তরে’।
দলছুট এদিকে নাগরিক লাইভ কনসার্ট ঈদের দিন থেকে শুরু করে প্রতিদিন রাত ১১টায় শুরু হবে। এতে প্রথমদিন থাকবে গানের দল ‘জলের গান’, দ্বিতীয় দিন আসিফ আকবর, তৃতীয় দিন ‘দলছুট’, চতুর্থ দিন মনির খান-রিজিয়া পারভীন, পঞ্চম দিন মাহতিম শাকিব ও ইমরান, ষষ্ঠ দিন শাহনাজ বেলি এবং সপ্তম দিন লিজা।
ঈদ ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘স্ক্যাইম্যান’, ‘ডায়াবেটিস’, ‘নকল হইতে সাবধান’ ও ‘ওভারস্মার্ট’।
একক নাটকের মধ্যে রয়েছে ‘ভালো ছেলে, গুড বয়’, ‘লাভ বক্স’, ‘বেলি ফুলের বিয়ে’, ‘টাইম পাস’, ‘নারী বিশেষজ্ঞ নজিবুল্লাহ’, ‘মনের মতো বাগান’, ‘কবুল’, ‘এই গল্পের শেষ নেই’, ‘স্লোমো সোলায়মান’, ‘ঘ্রানুষ’, ‘ফাপড়’, ‘ফিফটি ফিফটি’ প্রভৃতি। ওভার স্মার্ট

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার