X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বাপ্পার কণ্ঠে নজরুলগীতি, সঙ্গে নাদিয়া (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৪ মে ২০১৯, ২১:১৬আপডেট : ২৫ মে ২০১৯, ১১:২৯

শুটিংয়ে নাদিয়া আহমেদ ও বাপ্পা মজুমদার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মদিন (১১ জ্যৈষ্ঠ, ২৫ মে) উপলক্ষে প্রকাশ হলো বাপ্পা মজুমদারের কণ্ঠে বিশেষ গান ‘মেঘেরও ডমরু’।
ভিডিওতে বাপ্পার সঙ্গে মডেল হয়েছেন অভিনেত্রী-নৃত্যশিল্পী নাদিয়া। গানচিত্রটি প্রকাশ পেয়েছে বাপ্পা মজুমদারের নিজস্ব ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন মুঠোফোন প্রতিষ্ঠানের মিউজিক অ্যাপ-এ।
রবীন্দ্রসংগীত নিয়ে বেশ কিছু কাজ করেছেন বাপ্পা মজুমদার। করেছেন পূর্ণাঙ্গ অ্যালবামও। পেয়েছেন প্রচুর প্রশংসা। তবে নজরুল নিয়ে এটাই তার প্রথম কাজ।
জানালেন, নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাহস করে এবার সেই কাজটি করেছেন তিনি।
বাপ্পা বাংলা ট্রিবিউনকে বললেন, ‌‌‘নজরুল-রবীন্দ্রসংগীত তো ছোটবেলা থেকে জীবনেরই অংশ হয়ে আছে। নিয়মিত গাইছিও। কিন্তু নজরুলের গান রেকর্ড করা হয়নি কখনও। সাহস হয়নি। এবার সাহস সঞ্চয় করে কাজটা করেছি।’
গানটির নতুন সংগীতায়োজন ও ভিডিও পরিকল্পনা বাপ্পা নিজেই করেছেন।
সঙ্গীতজ্ঞ বারীণ মজুমদার ও সংগীতশিল্পী ইলা মজুমদার দম্পতির এই যোগ্য উত্তরসূরি স্মৃতি থেকে বললেন, ‘এই গানটি আমার মায়ের কাছ থেকে শেখা। ছোটবেলায় মা আমাকে হাতে ধরে এই গানটি একটু একটু করে কণ্ঠে তুলে দিয়েছেন। মা তো আর বেঁচে নেই। বলতে পারেন, মায়ের কথা মনে করেই গানটি করা।’
মেঘেরও ডমরু:

১৯৯৬ সালে বাপ্পা মজুমদারের প্রথম একক গানের অ্যালবাম ‘তখন ভোরবেলা’ প্রকাশিত হয়। এরপর একে একে বাজারে আসে ‘কোথাও কেউ নেই’ (১৯৯৮), ‘রাতের ট্রেন’ (১৯৯৯), ‘ধূলো পড়া চিঠি’ (২০০১), ‘কদিন পরেই ছুটি’ (২০০৩), ‘রাত প্রহরী’ (২০০৪), ‘দিন বাড়ি যায়’ (২০০৬), ‘সূর্যস্নানে চল’ (২০০৮), ‘বেঁচে থাক সবুজ’ (২০১২), জানি না কোন মন্তরে (২০১৪) প্রভৃতি।
নিজের একক অ্যালবাম ছাড়াও বাপ্পার ব্যান্ড দলছুট-এর রয়েছে বেশ ক’টি আলোচিত অ্যালবাম। অন্যদিকে সুরকার-সংগীত পরিচালক হিসেবে বেশকিছু চলচ্চিত্রসহ অসংখ্য গানের অ্যালবামের কাজ করেছেন বাপ্পা মজুমদার। মা-বাবার ছবির মাঝে বাপ্পা মজুমদার

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী