X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘সমুদ্র বাঁচাও’ আন্দোলনে প্রভা!

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০১৯, ১৪:২০আপডেট : ০৩ জুন ২০১৯, ১৯:৪৮

একটি দৃশ্যে প্রভা সমুদ্র বাঁচানোর আন্দোলনে নেমেছেন অভিনেত্রী প্রভা। সৈকতে অন্য অনেকের সঙ্গে তিনিও দাঁড়িয়েছেন প্লেকার্ড হাতে। যেখানে লেখা, সমুদ্র বাঁচাও।
এমনই এক বিষয় নিয়ে রুদ্র হকের চিত্রনাট্যে লিপি আইচ নির্মাণ করেছেন নাটক ‘সমুদ্রমানব’। ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি।
এতে প্রভা ছাড়াও অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন জোভান। কক্সবাজার সমুদ্রসৈকত ও এর আশপাশের পাহাড়ি অঞ্চলে সম্প্রতি চিত্রায়িত হয় নাটকটি।
সমুদ্রসৈকতে প্রতিদিনই একটা লাশ ভেসে আসছে। স্থানীয় লোকজনের দাবি, বেওয়ারিশ প্রতিটি লাশই দেখতে একই রকম! একই মানুষ। যাকে রোজ দিনের আলোয় সৈকতে পড়ে থাকা ময়লা-আবর্জনা গায়ে জড়িয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। নিজেকে দাবি করে সে সমুদ্রমানব। সৈকতে আলোড়ন পড়ে যায় তার অদ্ভুত কর্মকাণ্ডে। সমুদ্রসৈকতে ঘুরতে যাওয়া প্রভা অনুসন্ধানে নামের—কে এই সমুদ্রমানব?
নাটকটি প্রসঙ্গে এর রচয়িতা রুদ্র হক বলেন, ‌‘‘এটি মূলত আমার কবিতা ‘বিচ রিপোর্ট’ থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। নাটকে মানুষের অন্তর্গত প্রকৃতিপ্রেমের একটি অনন্য কাহিনিভাষ্য রচিত হয়েছে। নাটকের একটি অংশে আধুনিক চিত্রকলার অন্যতম সংযোজন ইন্সটলেশন আর্ট-এর একটি পারফরম্যান্সও যুক্ত করেছি। নাটকটি দেখে দর্শক অনুপ্রাণিত হলে সার্থক হবো।”
আন্দোলনে প্রভা ও অন্যরা নির্মাতা লিপি আইচ বলেন, ‘এটা খুবই ভালো একটা কনসেপ্ট। খুব চমৎকার গল্প ছিল। নির্মাণ করতে পেরে ভালো লেগেছে। অভিনেতারাও খুব কো-অপারেটিভ ছিলেন। প্রভা-জোভান দুজনই বেশ ভালো অভিনয় করেছেন।’
নাটকটিতে জোভান-প্রভা ছাড়াও অভিনয় করেছেন মাহবুব শাহিন, সেলিম রেজা, ফিরোজ, একঝাঁক শিশু ও বেশ কিছু পর্যটক।
টেলিহোম প্রযোজিত নাটকটি দেশটিভিতে প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৪৫ মিনিটে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...