X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নামাজ পড়া বাদ দিয়ে কয়েন কুড়ানো…

ফেরদৌস, চিত্রনায়ক
০৬ জুন ২০১৯, ১৫:১৪আপডেট : ০৬ জুন ২০১৯, ১৫:১৪

ফেরদৌস আমার বেড়ে ওঠা একেবারে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে। এ জায়গাটা ঘিরে আমার অনেক স্মৃতি। আর ঈদের আনন্দটা কিন্তু হয় ছোটবেলাতেই। এখনকার মতো দায়িত্ব ও কাজের বালাই থাকে না। যা থাকে তা হলো মজা। আর ছোট থাকার বড় সুবিধা হলো, দুষ্টুমি করলেও কেউ রাগ হন না।
তেমনই এক গল্প বলি। আমাদের ক্যান্টনমেন্টের ভেতরেই মসজিদ আছে। সেখানে সবাই ঈদের নামাজ আদায় করেন। বয়স তখন খুবই কম। বড়দের সঙ্গে মসজিদে গিয়েছি নামাজ পড়তে। বড়রা যা করে ছোটদেরও তা-ই করতে হয়। নামাজ শুরুর কিছুক্ষণ পর সবাই সিজদা দিলেন। হঠাৎ শুনি টুংটাং শব্দ! কার পকেট থেকে বুঝি একগাদা পয়সা মেঝেতে পড়ে গেল।

আমি তখন নামাজ পড়া বাদ দিয়ে কয়েন কুড়ানো শুরু করলাম।


নামাজ শেষে সেই আংকেল কয়েনগুলো আমার কাছ থেকে নেননি। আমাকে ঈদের সালামি হিসেবে দিয়েছিলেন। সেই দিনটির কথা মনে হলে এখনও আমার হাসি পায়, খুব আনন্দ পাই।
বিষয়টি একেবারেই ছোটবেলার। তাই বড়রা আদরের চোখেই দেখেছেন বিষয়টা। এখন হয়তো আমার পালা। আমার পকেট থেকে পয়সা পড়লে তা হয়তো পাশের কোনও বাবুকে দিয়ে দেবো। যদিও এখন আর আমাদের মতো বোকা বাবু পাওয়া দায়।
সবাইকে ঈদের শুভেচ্ছা।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!