X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
বাবা দিবসে বিশেষ

এখনও বাবা আমার জন্য অপেক্ষা করেন

মামনুন হাসান ইমন, অভিনেতা
১৬ জুন ২০১৯, ০০:০২আপডেট : ১৬ জুন ২০১৯, ০০:০২

মামনুন হাসান ইমন চার ভাই-বোনের মধ্যে আমি সবার ছোট। তবে অনুজ হলেও কী হবে, আমার ব্যাংকার বাবা যেন আমার ওপরে ভরসা রাখেন। একেবারে ছোটবেলা থেকেই তিনি আস্থা রাখতেন আমার ওপর।
বাবা প্রায় বলতেন, ওর কাজে ভরসা রাখা যায়। তিনি হয়তো এটাও জানেন, আমি তার জন্য কোনও কাজ করতে গেলে আমার সেরাটাই করব। এটাও সত্যি, তাঁকে নিয়ে কিছু করলে আমি আমার সর্বোচ্চটাই করার চেষ্টা করি।
হয়তো খেতে গেলাম। আমি সেরা জায়গাটাতেই নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই বিশ্বাস তিনিও করেন। এটা বাবাই আমাকে বলেছেন। এবং বাবা আমাকে কোনও কাজ দিয়ে নির্ভার থাকেন। তাঁর কাছে আমি আস্থার একটা নাম।
তাই আমি চেষ্টা করি বাবার সে প্রত্যাশা পূরণের। মা-বাবার সঙ্গে ইমন
বাবার বয়স এখন ৭৮। বার্ধক্যের একটা বিষয় তো আছেই। এখন আমাদের সম্পর্কটা বন্ধুর মতো হয়েছে গেছে।
বাবা এখনও নিজের কাজ নিজ হাতে করতে পছন্দ করেন। পত্রিকা পড়েন। আমি শুটিং শেষ করে না আসা পর্যন্ত এখনও বাবা অপেক্ষা করেন। হয়তো কোনও কাজে গেলাম। কোনও সমস্যা অনুভব করলে বাবাকে ফোন দিই। কিংবা বাবাই হয়তো ফোন দেন।
তখন অদ্ভুত এক শক্তি পাই।
*প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার (১৬ জুন) উদযাপন করা হয় ‘বাবা দিবস’।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা