X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঢাকা ২০৪০: জিমমেট থেকে টিমমেট বাপ্পি-ফারিয়া!

বিনোদন রিপোর্ট
২১ জুন ২০১৯, ১০:১৮আপডেট : ২১ জুন ২০১৯, ১৭:০৫

অনুষ্ঠোনে বাপ্পি, নুসরাত, তিশা ও দীপন ‘আমি জানি ছবিটির জন্য কি পরিমাণ ঘাম ঝরিয়েছেন বাপ্পি চৌধুরী। সে টানা এক বছর ধরে জিম করছে। আগে থেকেই ওই জিমে আমিও নিয়মিত। ফলে তার ডেডিকেশনটা আমি সামনে থেকে দেখেছি গেল একটা বছর। একজন সচেতন মানুষ শরীরের যত্ন নেবেন এটাই তো স্বাভাবিক। কিন্তু তার বিষয়টি ছিল এরচেয়েও বেশি কিছু। সে জন্যই কথাটি বিশেষ করে উল্লেখ করলাম।’
কথাগুলো এক নিঃশ্বাসে বললেন দুই বাংলার প্রিয়মুখ নুসরাত ফারিয়া। এবারই প্রথম যারা দুজনে যোগ দিলেন একই টিমে, দীপংকর দীপনের ‘ঢাকা ২০১৮’-এ।  
২০ জুন রাতে জমকালো আয়োজনে ছবিটির মহরত হলো রাজধানীর অভিজাত এক ক্লাবে। মহরতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

অনুষ্ঠানে পরিচিত করা হলো ছবির নায়ক বাপ্পি চৌধুরী ও নুসরাত ফারিয়াকে। সেখানেই ফারিয়া নিজের বক্তব্যে তুলে আনলেন বাপ্পি চৌধুরীর ঘাম ঝরানোর গল্পটি।
কাজটি প্রসঙ্গে বাপ্পি বলেন, ‘দীর্ঘদিন ধরে ছবিটির জন্য প্রস্তুতি নিয়েছি। বড় ধরনের পরিবর্তন দর্শকরা দেখতে পারবেন।’
এই ছবিতে আরও দুই জরুরি চরিত্রে থাকছেন নুসরাত ইমরোজ তিশা ও এবিএম সুমন।
এদিকে ছবিটি নিয়ে পরিচালক দীপংকর দীপন বলেন, ‘‘গত বছরের অক্টোবরে আইডিয়াটা পেলাম। তখনই বুঝলাম এটি সহজে আমাকে ছাড়বে না। কিন্তু কী করে সম্ভব এই আইডিয়ার বাস্তবায়ন? সাহসটা পাওয়ার জন্য ওয়েব সিরিজ ‘লিলিথ’ করলাম। ভয়াবহ লস খেলাম কিন্তু মানুষ প্রশংসা করলো আর আমি পেলাম সাহস।’’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ইমেজকে একটু এগিয়ে দিতে চাই। যুদ্ধটা শুরু আজ থেকে।’
ছবিটির গল্প হাবিব রহমান ও দীপংকর দীপনের।
মহরত মঞ্চে শিল্পী-অতিথিরা ছবিতে অভিনয় করা প্রসঙ্গে নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘দোয়া করবেন যেন সুন্দরভাবে শুরু ও শেষটা করতে পারি।’
সনেট কুমার সাহার প্রযোজনায় স্টুডিও এইটের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ঢাকা ২০৪০’। ২২ জুন থেকে শুরু হচ্ছে টানা শুটিং।
সম্প্রতি ‘অপারেশন সুন্দরবন’ নামে আরও একটি ছবির সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন দীপংকর দীপন। এটি নির্মিত হচ্ছে র‌্যাব বাহিনীর সুন্দরবন অভিযান নিয়ে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!