X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সরকারের কার্যক্রম নিয়ে ধারাবাহিক নাটক

বিনোদন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ১৪:২৯আপডেট : ২৭ জুন ২০১৯, ১৩:৩৯

দুটি দৃশ্যে মৌটুসি বিশ্বাস ও শশী  গ্রামীণ জীবনের সাফল্য, সংগ্রাম ও পারিবারিক বন্ধনের গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘জলকুমারী’।
ধারাবাহিক এ নাটকটি লিখেছেন পান্থ শাহরিয়ার। আর নির্মাণ করছেন নিয়াজ মাহবুব।
এতে জলকুমারী চরিত্রে অভিনয় করছেন শারমিন জোহা শশী। এছাড়া রয়েছেন মামুনুর রশীদ, সোলায়মান খোকা, শতাব্দী ওয়াদুদ, তুষার খান, মৌটুসী বিশ্বাস, তানভীর, রিমি করিম, রওনক বিশাখা শ্যামলী, তমা, তাপস, তাজু, তানভীর মাসুদ, ইমরান প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা নিয়াজ মাহবুব বলেন, ‘নাটকটি গ্রামীণ আবহে নির্মিত হলেও এতে দেখান হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দশটি উন্নয়ন কর্মকাণ্ড। যা গল্পের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।’
শশী বলেন, ‘আমি এখানে জলকুমারী চরিত্রটি করেছি, যদিও আমার আসল নাম ফুলি। বান্ধবীর বিয়েতে বজরায় যাওয়ার সময় সেটা ঝড়ে ডুবে যায়; সবাই মারা গেলেও আমি বেঁচে যাই। ভেসে যাই অন্য এক গ্রামে। আমার নাম হয়ে যায় জলকুমারী।’
নাটকটিতে হিন্দু বিধবা নারী হিসেবে আছেন মৌটুসী বিশ্বাস। তিনি বলেন, ‘গতানুগতিক ধারার বাইরে নাটকটির গল্প। এতে গ্রামীণ জীবন যেমন আছে, থাকবে সামাজিক উন্নয়নের ছোঁয়াও।’
নির্মাতা সূত্রে জানা গেছে, ৫ জুলাই থেকে ‘জলকুমারী’ বিটিভিতে প্রচার শুরু হবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)