X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কে ভালো কে মন্দ!

বিনোদন রিপোর্ট
০৪ জুলাই ২০১৯, ১৪:৩৪আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৮:৩৫

নাদিয়া ও রওনক মফস্বল শহরের একটি সমিতির মালিক সুমন। তার এখানে চাকরি করেন শামসুল ইসলাম ও রেজাউল। শামসুল ইসলামের একমাত্র মেয়ে সাদিয়াকে ভালোবাসে সমিতির মালিক সুমন।

কিন্তু সাদিয়া ভালোবাসে রেজাউলকে। একপর্যায়ে সুমন সাদিয়াকে বিয়ে করার প্রস্তাব দেয়। শামসুল ইসলাম খুশি মনেই এ প্রস্তাবে রাজি হন। কিন্তু সাদিয়া আর রেজাউল পালিয়ে বিয়ে করে ফেলে। এ কারণে সুমনের সমিতির চাকরিটা চলে যায় রেজাউলের।

শামসুল ইসলামও আর চাকরি করতে পারেন না ওখানে। সুমনের তীব্র অপমান সহ্য করতে না পেরে হঠাৎ করেই তিনি মারা যান।

এ রকম একটি গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘মন্দ ভালো’।

কামরুল আহসানের রচনায় এটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। এতে সুমন চরিত্রে অভিনয় করেছেন রওনক, শামসুল ইসলামের চরিত্রে রাইসুল ইসলাম আসাদ আর শতাব্দী ওয়াদুদকে দেখা যাবে রেজাউলের ভূমিকায়। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় ‘মন্দ ভালো’ টেলিছবিটি প্রচার হবে চ্যানেল আইতে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)