X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ডিম পুড়ে নাকি মন পোড়ে?

বিনোদন রিপোর্ট
০৬ জুলাই ২০১৯, ০০:০৮আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০০:০৮

নাটকের একটি দৃশ্যে সাফা কবির যে কোনও বিষয় কিংবা বস্তুর ওপর তুলনা করেও মনের কথা জানান দেওয়া যায়। বস্তু হিসেবে ডিম মন্দ নয়। ডিম ভাজতে গিয়ে পুড়ে যাওয়ার দৃশ্যকে অনেক সময় মনের সঙ্গে তুলনা করা যায়। ডিম পুড়ে, নাকি মন?
এমনই প্রশ্ন এবং উত্তর নিয়েই নির্মিত হলো খণ্ড নাটক ‘ডিম ভাজি’। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির ও ইরফান সাজ্জাদ।
এতে অভিনয় প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘ভালোলাগার একটি গল্প। এতে আমার চরিত্রেরও ভিন্নতা রয়েছে।’
ইরফান সাজ্জাদ বলেন, ‘‘নাটকের নাম ‘ডিম ভাজি’। এ নামের অন্তরালে মনের কথা জানান দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভালো একটা থিমেটিক বার্তা রয়েছে নাটকটিতে।’’
নাটকটি সম্প্রচার হবে শনিবার (৬ জুলাই) রাত ৮ টায় আরটিভিতে।
নির্মাতা তমাল বলেন, ‘একটা ডিম ভাজি হতে হতে পুড়ে কালো হয়ে যাচ্ছে। ডিম পুড়ে নাকি মন পোড়ে; কে জানে! এই বিষয়টিই উঠে আসবে নাটকটির মাধ্যমে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)