X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঘন শ্রাবণ-ধারা যেমন বাঁধন-হারা...

বিনোদন রিপোর্ট
২৭ জুলাই ২০১৯, ০০:০২আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১০:২১

রবিরাগের বর্ষামঙ্গল। সাদি মহম্মদ ও আমিনা আহমেদের সঙ্গে গাইছেশিল্পীরা মেঘ গুরু গুরু, গোমরা মুখো আকাশ! বৃষ্টিরা যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর তাদের সেই আগ্রহ যেন দ্বিগুনে উসকে দিচ্ছেন বর্ষা প্রেমীরা কিছু শিল্পী।
সাদা-সফেদ প্রসাদের আঙিনায় বর্ষা বন্দনায় মেতেছেন রবীন্দ্রসংগীতশিল্পীরা। গাইছেন রবি ঠাকুরের সব গান।

ঠিক এভাবেই আয়োজন করা হয় ‌‘বর্ষামঙ্গল'-এর। বাংলাদেশে শিশু একাডেমিতে বিশ্বকবির বর্ষার গানের পসরা মেলে ধরেন রবীন্দ্রসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান রবিরাগ।
যার মঞ্চটা সাজানো হয়েছিল ঈষৎ কালো মেঘে। রাখা হয়েছিল শুভ্র প্রসাদ। সামনে বসেছিলেন রবিরাগের শিল্পীরা।

বর্ষা বন্দনা দিয়ে শুরু হওয়া এই আয়োজন উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরকে।
এ প্রসঙ্গে রবিরাগের পরিচালক সাদি মহম্মদ অনুষ্ঠানের শুরুতেই বলেন, ‘মুহাম্মদ জাহাঙ্গীর শুরু থেকেই রবিরাগের একজন শুভানুধ্যায়ী হিসেবে ছিলেন। আমাদের ৩২বছরের এই পথ চলায় তিনি সব সময় সঙ্গে ছিলেন। তার প্রতি থাকলো আমাদের বিনম্র শ্রদ্ধা।’

এরপর একে একে পরিবেশন করা হয় বর্ষাকে নিয়ে লেখা কবিগুরু সব গান। উল্লেখযোগ্য গানগুলো হলো ‌‘ঝরো ঝরো’ ‘বজ্র-মানিক’, ‘আষাঢ় মেঘের ছায়া’, ‘ওগো পঞ্চদশী’, ‘যাসনে ঘরের বাইরে (দলীয়)’, ‘পিনাকেতে লাগে টঙ্কার’ (নাচ), ‘আষাঢ় সজল ঘন আধার ‘, ‘পূর্ণিমা বয়’, ‘ওই মালতী রাঁধা দোলে’, ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’, ‘তরঙ্গে তরঙ্গে’, ‘ছন্দে’, ‘এখনও দুটি আখির পানে’। রবিরাগের বর্ষামঙ্গল ২০১৯

প্রথম ছয়টি গান শেষে মঞ্চে নৃত্য পরিবেশন করেন শিবলী মোহাম্মদ ও শামীম আর নীপার নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘নৃত্যাঞ্চল’-এর শিক্ষার্থীরা। একক ও সম্মেলক গানের ফাঁকে ফাঁকে চলে তাদের পরিবেশনা। এতে অংশ নেন শিবলী-নীপাও। শিবলী ও নিপার পরিবেশনা
রবিরাগের সভাপতি রবীন্দ্রসংগীতশিল্পী আমিনা আহমেদ বলেন, ‘বাংলা সংস্কৃতির গাঁথুনি ররীন্দ্রনাথ ছাড়া শূন্য প্রায়। তাই সারাবছর বাংলা সংস্কৃতির নানা উৎসবের আমরা রবীন্দ্রনাথের ওপর আলোকপাত করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় রবিরাগ এই ঐতিহ্যবাহী বর্ষামঙ্গল অনুষ্ঠান আয়োজন করে আসছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।’
শিশু একাডেমি মিলনায়তনে শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানটি শুরু হয়। এর মিডিয়া পার্টনার বাংলা ট্রিবিউন ও এটিএন নিউজ। দুই ঘণ্টার এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ ।

ছবি- সাজ্জাদ হোসেন

/এফএএন/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!