X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জন্মোৎসবের বাজেট যাচ্ছে বন্যার্তদের সাহায্যে

বিনোদন রিপোর্ট
৩১ জুলাই ২০১৯, ১৪:১২আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৪:৪১

জায়েদ খান ২০১৮ সালের ৩০ জুলাই বিফএডিসির পরিচালক সমিতির সামনের প্রাঙ্গণ বিশেষভাবে সাজানো হয়েছিল। পুরো এফডিসিতে ছেয়ে গিয়েছিল ছবি আর শুভকামনায়। আতশবাজি থেকে ফানুস ওড়ানো সবই হয়েছিল। সঙ্গে পশু জবাই দিয়ে করা হয়েছিল ভূড়িভোজ।
কারণটা ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের জন্মদিন।
তবে গতকাল (৩০ জুলাই) এগুলোর কিছুই হয়নি। বরং শিল্পীরা রাস্তায় নেমেছিলেন ডেঙ্গু ও গুজবের বিরুদ্ধে।
কারণটা কী- জানতে চাওয়া হয়েছিল জায়েদ খানের কাছে। তিনি জানালেন, এবার কোনও আয়োজনই রাখা হয়নি। বরং জন্মদিনের উৎসবের বাজেট দিয়ে মহতী একটি উদ্যোগ নেওয়া হয়েছে।
জন্মদিনের খরচের টাকা পৌঁছে দেওয়া হবে বন্যার্তদের মাঝে।
জায়েদ খান বলেন, ‘বন্যাকবলিত এলাকাগুলোতে সবার যাওয়া উচিত, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো উচিত। সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়ানো উচিত। যে কারণেই আমার এমন সিদ্ধান্ত। জন্মদিনে যে টাকা খরচ হতো তা আমি বন্যার্তদের মধ্যে বিতরণ করতে চাই। সমাজে যারা বিত্তবান আছেন, তারা যেন সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ান, সেই আহ্বান আমার থাকছে।’
জায়েদ খানের চলচ্চিত্র যাত্রা শুরু হয় ২০০৮ সালে ‘ভালবাসা ভালবাসা’ ছবি দিয়ে। এই ছবিটি পরিচালনা করেন মহম্মদ হাননান। এতে তার সহশিল্পী ছিলেন রিয়াজ ও শাবনূর।
এরপর নিয়মিত কাজ করে যাচ্ছেন। তার চলচ্চিত্র ক্যারিয়ারের মাইলফলক হিসেবে ধরা হয় মালেক আফসারী পরিচালিত ‌‘অন্তর জ্বালা’। সেখানে তার নায়িকা হিসেবে ছিলেন পরীমনি। ছবিটি প্রযোজনাও করেন জায়েদ খান।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…