X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

অবশেষে অন্তর্জালে কাঙালিনীর ‘প্রেমিক বাঙাল’

বিনোদন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ১৬:৩৩আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৭:৫৩

কাঙালিনী, কণা, মার্সেল ও হৃদি শেখ লোকগানের অন্যতম জনপ্রিয় শিল্পী কাঙালিনী সুফিয়া আসছেন নতুন আবহ নিয়ে, এমনটা শোনা যাচ্ছিল গেল ক’মাস ধরে। অবশেষে সেই অপেক্ষার পালা ফুরালো।

৭ আগস্ট বেলা ৩টা নাগাদ অন্তর্জালে পাওয়া গেল নতুন কাঙালিনীকে। সিএমভি প্রকাশ করলো তার নতুন গানচিত্র ‘প্রেমিক বাঙাল’।
‘ওরে ও প্রেমিক বাঙাল/ হইসনা তুই রূপের কাঙাল’—এমন কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। মার্সেলের সুর-সংগীতে এতে কাঙালিনী ও কণার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন তিনি নিজেও।
গল্পধর্মী বড় বাজেটের এই ভিডিওতে রয়েছে নানা চমক। রাজু রাজের পরিচালনায় এতে মডেল হয়েছেন কাঙালিনী নিজেই। চমক হয়ে আরও আছেন নৃত্যশিল্পী ও মডেল হৃদি শেখ, শিল্পী-সুরকার মার্সেল ও একদল নৃত্যশিল্পী।
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু আশা করেন, তাদের এই প্রজেক্টটি হতে যাচ্ছে এই ঈদ উৎসবের সেরা গান।
‘প্রেমিক বাঙাল’ সম্পর্কে সুরকার-শিল্পী মার্সেল বলেন, ‘গানটিতে অনেক মানুষের দীর্ঘদিনের শ্রম জড়িয়ে আছে। আমরা চেয়েছি, এই গানের মাধ্যমে কাঙালিনী সুফিয়াকে নতুন করে এ প্রজন্মের কাছে তুলে ধরতে। এতটুকু বলতে পারি, ভিডিওতে সবাই নতুন এক কাঙালিনী সুফিয়াকে দেখতে পারছেন।’
বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী কাঙালিনী সুফিয়া। দীর্ঘদিন পর তাকে পাওয়া গেছে নতুন গান ও ভিডিওতে। এ নিয়ে উচ্ছ্বসিত এই শিল্পী বলেন, ‘মার্সেল অনেক যত্ন নিয়ে এই গানটি তৈরি করেছে। ভিডিওতে আমাকে অন্যরকমভাবে তুলে ধরা হয়েছে। এভাবেই নতুন করে বাঁচতে চাই আরও কিছুটা সময়, শোনাতে চাই ভিন্ন স্বাদের গান।’
প্রেমিক বাঙাল:

এদিকে গানটির গীতিকার সোমেশ্বর অলি বলেন, ‘বছর দেড়েক আগে এই গানটির পরিকল্পনা করা হয়। লেখার পর সুর, সংগীতায়োজন ও ভিডিও কেমন হবে- এ নিয়ে ভালোই কাঠখড় পোড়াতে হয়েছে। সবচেয়ে বড় কথা, কাঙালিনী সুফিয়ার মতো জীবন্ত কিংবদন্তির সঙ্গে কাজ করার এই অভিজ্ঞতা নিশ্চয়ই দারুণ প্রাপ্তি।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
বিনোদন বিভাগের সর্বশেষ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী