X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
ঈদ বিশেষ

‘সিঙ্গেল মাদার হয়েও আম্মু আমাকে সমর্থন দিয়েছেন’

বিনোদন ডেস্ক
১৪ আগস্ট ২০১৯, ০০:০৪আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১২:১০

ঈদুল আজহা মানে যতটা উৎসব, ততোধিক স্যাক্রিফাইসের গল্প। প্রিয় পশু কোরবানির মধ্য দিয়ে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় এই উৎসব পালন করেন। অনেকটা এই ভাবধারাকে সামনে রেখে এই ঈদে আমরা তারকাদের কাছে জানার চেষ্টা করেছি তাদের জীবনে ঘটে যাওয়া স্যাক্রিফাইস বা আত্মত্যাগের কিছু স্মৃতি। যে ত্যাগের বিনিময়ে তাদের অনেকেই হয়েছেন আজকের আলোকিত তারকা। জেনে নিন দেশের প্রথম ইউটিউবার সংগীতশিল্পী জেফার রহমানের বয়ানে তার জীবনের কিছু স্যাক্রিফাইস—

জেফার রহমান

আমাকে বলা হয় দেশের প্রথম ইউটিউব বেইজড গায়িকা, মানে ইউটিউবার। পরিকল্পিতভাবে না হলেও, এটা কেমন করে যেন হয়ে গেছে।
একদিন মনে হলো দেশের বাইরে সবাই কাভার সং করে, কিন্তু আমাদের দেশে এখনও কেউ শুরু করলো না। তাই প্রথমে একটা গানের কোরাস গেয়ে বাসায় আর বন্ধুদের শোনালাম। সবাই বেশ প্রশংসা করলেন। সাহস করে সেটি ইউটিউবে আপলোড করলাম। এভাবেই আমার ইউটিউবে কাজ করা শুরু।
তবে সেখানেও যে আমি সময় ধরে ধরে কাজ করেছি, তা নয়।
আমি কখনোই ইউটিউবে ধারাবাহিকভাবে কাজ করে যাইনি। আমি যখন গান করি, তখন সেটা ইউটিউবে দেই।
মাঝে গ্রেতে চাকরিতে ঢুকেছিলাম, সেটারও বিরতি ছিল।
বছর তিন-চারেক হলো আমি প্রফেশনালি গান নিয়ে এগুচ্ছি। ইউটিউবার কিনা জানি না, তবে আমার কাছে ইউটিউব হলো আর্কাইভ বা লাইব্রেরির মতো। যেখানে আমার গান বা কাজগুলো আমি গুছিয়ে রাখি। সত্যি বলতে, আমার পরিবারের ট্র্যাডিশনাল বাধা ছিল না। আমাদের সমাজে অনেক মেয়েই কিন্তু সব কাজ করতে পারে না। আমার পারিবারের একটা সুবিধা আমি পেয়েছি, আমি যখনই কিছু করেছি তারা আমাকে সমর্থন করেছেন। পরিবার বলতে মা ও আমার বড় ভাই।
প্রথমদিকে তাদের যখন ইউটিউব বিষয়টি বুঝিয়েছিলাম, তারাও সমর্থন করলেন। এখন তো তারা আমাকে সাজেশনও দেন।
একজন সিঙ্গেল মাদার হয়েও আম্মু আমাকে সবসময় সমর্থন দিয়েছেন। এটাই অনেক বড় পাওয়া। তার এই স্যাক্রিফাইস আমাকে আমি হয়ে উঠতে শিখিয়েছে। থ্যাংকস মা।

অনুলিখন: মাহমুদুল ইসলাম

/এমআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)