X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

২০ সেপ্টেম্বর কলকাতার পর্দায় জ্যোতির অভিষেক

বিনোদন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৯, ১৪:৪০আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৭:০৯

ছবির একটি দৃশ্যে জ্যোতিকা জ্যোতি ঢাকাই অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির প্রথম কলকাতার ছবি ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’। ২০১৭ সালে এর কাজ শুরু হয়েছিল। অবশেষে ছবিটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে।
আগামী ২০ সেপ্টেম্বর এটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে।
গত ১৬ আগস্ট ছবিটির ভিডিও পোস্টার অবমুক্ত করা হয় অন্তর্জালে। এদিনই চলচ্চিত্রটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।
এতে শ্রীকান্ত চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী এবং রাজলক্ষ্মীর ভূমিকায় দেখা যাবে জ্যোতিকে।
ছবিটি প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘‘অনেকদিন ধরে লোকজন শুধু জিজ্ঞেস করছিলেন, কবে আসবে ছবিটি? ‘তারিখ চূড়ান্ত নয়’ বলতে বলতে একসময় বলাটাই বাদ দিয়েছিলাম। অবশেষে ছবিটি ২০ সেপ্টেম্বর আসছে। এটা স্বস্তির খবর।’’
আরেকটি দৃশ্যে ঋত্বিক চক্রবর্তী ও জ্যোতিকা জ্যোতি ‘বাকিটা ব্যক্তিগত’-খ্যাত কলকাতার পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য নির্মাণ করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ ছবিটি।
এর মাধ্যমে প্রথমবার ভারতের ছবিতে কাজ করলেন বাংলাদেশের জ্যোতিকা জ্যোতি।
তিনি জানান, নতুন মোড়কে আসছে ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’। অনুপ্রবেশ ও উদ্বাস্তু সমস্যা, নারীপাচার, চোরাকারবার, ধর্ম ও জাতির ভিত্তিতে সমাজের বিভেদ—সবই থাকছে এতে। এখানে রাজলক্ষ্মী বাংলাদেশ থেকে কলকাতায় চলে যাওয়া ছিন্নমূল পরিবারের একটি মেয়ে। পরে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে যাকে নামতে হয় দেহ ব্যবসাতেও।
ছবিটির ভিডিও পোস্টার:

/এম/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
‘ওপারে ভালো থেকো বন্ধু’
অভিনেতা রুমির মৃত্যু‘ওপারে ভালো থেকো বন্ধু’
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী
চলে গেলেন অভিনেতা রুমি
চলে গেলেন অভিনেতা রুমি