X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

টাকা কম নিতে হবে বলে স্বামীর ছবি থেকে দূরে বিদ্যা!

বিনোদন ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৮

বিদ্যা বালান বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের স্বামী সিদ্ধার্থ রয় কাপুর নামজাদা প্রযোজক। কিন্তু এই দম্পতি অনেক দিন ধরে একসঙ্গে কোনও ছবিতে কাজ করছেন না। এর নেপথ্য কারণ জানিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।

ব্যক্তিগত ও পেশাদার জীবনকে আলাদা রাখাকে অগ্রাধিকার দেন বিদ্যা। ভারতীয় সাংবাদিক অনুপমা চোপড়াকে তিনি বলেছেন, ‘সিদ্ধার্থর সঙ্গে কাজ করাটা বাড়াবাড়ি মনে হয়। পরিচালক ও প্রযোজকের সঙ্গে তর্ক-বিতর্ক করতে গেলে সমস্যা দেখা দেয়। সত্যি বলতে, কলহ ভালো লাগে না আমার। আমি যুক্তি দিয়ে তর্ক করি। কিন্তু সিদ্ধার্থ প্রযোজক হলে তা পারি না। কারণ, আমাদের সম্পর্কটা খুবই ব্যক্তিগত। সিদ্ধার্থর সঙ্গে তর্কে পারবো মনে হলেই তা আর করি না।’

সিদ্ধার্থ রয় কাপুর ও বিদ্যা বালান বিদ্যা বলেন, ‘আমাদের সম্পর্কের পবিত্রতা ধরে রাখতে চাই। এমনও হয়েছে, একটা চিত্রনাট্য নিয়ে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি আমরা, যদি সেটা পছন্দ হয়। সিদ্ধার্থের সঙ্গে টাকা-পয়সা নিয়ে আলোচনা করতে পারি না। ভাবুন তো, সে যদি বলে তুমি এই টাকা পাবে আর আমি যদি দশগুণ বেশি চাই তাহলে কী হবে! তখন বলেও ফেলতে পারি, তুমি আমার মূল্যায়ন করছো না! কখনও এমন পরিস্থিতি সৃষ্টি হোক তা চাই না আমি।’

বিদ্যা বালান সিদ্ধার্থের সঙ্গে প্রেমের দিনগুলো ফিরে দেখেন বিদ্যা। তার কথায়, ‘আমাদের ঘনিষ্ঠতা তৈরি হয় ‘ঘনচক্কর’ (২০১৩) ছবির শুটিংয়ে। রনিকে (প্রযোজক রনি স্ক্রুভালা) ফোন করে জানাই, আমি চলে যেতে চাই! তিনি আমাকে জানান, কাজের সময় সিদ্ধার্থ আর আমার সামনে যেন না আসে তা নিশ্চিত করবেন। আমরা খুব কাছ থেকে কাজ করি বলে এই পেশায় বস্তুনিষ্ঠতা হারাতেই পারে। আমি সেটাই চাই না। কাজটা আমার কাছে খুব মূল্যবান।’

বিদ্যা বালান বিদ্যাকে সবশেষ ‘মিশন মঙ্গল’ ছবির মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে। বিশ্বব্যাপী এটি ২০০ কোটি রুপিরও বেশি আয় করেছে। তার হাতে এখন আছে ইন্দিরা গান্ধীর জীবন অবলম্বনে নির্মাণাধীন ওয়েব সিরিজের পাণ্ডুলিপি।
সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেডএল/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না