X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শুভমিতার কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে গান

বিনোদন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪০

শুভমিতা দেখো তোমার জন্যে বাংলার আকাশে গাঙচিল উড়ে যায়/ দেখো তোমার জন্যে রঙতুলিতে কত শিশু ছবি এঁকে যায়/ টুঙ্গিপাড়ার মেঠোপথ ধরে সবুজের বুক চিরে/ আবার এসো পিতা সেই মধুমতি নদীর তীরে...।
বঙ্গবন্ধুকে নিয়ে এমন আবেগঘন কথাগুলো কণ্ঠে তুলেছেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় শিল্পী শুভমিতা। গানটির কথা লিখেছেন সুজন হাজং। সুর করেছেন যাদু রিছিল এবং সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
‘আবার এসো পিতা’ শিরোনামে এই গানটি সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলকাতার গড়িয়া হাট ‘গান বাজনা’ স্টুডিওতে রেকর্ড করা হয়।
গানটি প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘প্রিয় কণ্ঠশিল্পী শুভমিতার কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান গাওয়ানোর স্বপ্ন ছিল। এবার সেই স্বপ্নটা সত্যি হলো। বঙ্গবন্ধুর প্রতি সংগীতশিল্পী শুভমিতার শ্রদ্ধাবোধ দেখে আমি মুগ্ধ।’
এদিকে গানটির রেকর্ডিং শেষে সুজন হাজংকে শুভমিতা বলেন, ‘বাংলাদেশের জাতির পিতাকে নিয়ে গান গাইতে পেরে সম্মানিত বোধ করছি। গানের লাইনগুলো হৃদয়ে গেঁথে গেছে। তাই গানটি মুখস্থ গেয়েছি। আশা করি এই গানটির মধ্যে বাংলাদেশের মানুষ তাদের জাতির পিতার প্রতিকৃতি খুঁজে পাবে।’  
গীতিকার সুজন হাজং জানান, গানটি  ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সংযোজন করা হবে। এ অ্যালবামে আরও কণ্ঠ দিচ্ছেন নচিকেতা (ভারত), আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভুটান), ডেভিড (শ্রীলঙ্কা) ও শালাবি (মালদ্বীপ)।
২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করা হবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়