X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এসএসসি পাস করলেই সিডিআই হোন্ডা!

বিনোদন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৯, ১৪:৫১আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৬:৫৩

এসএসসি পাস করলেই সিডিআই হোন্ডা! চিরাচরিত গল্পের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করেন নির্মাতা হিমু আকরাম। তার নাটক মানেই কিছু অদ্ভুত চরিত্রের সমাগম। আরও একটি বিষয় থাকে, তার গল্প দর্শকদের নিয়ে যায় পেছনের দিকে। স্মৃতিকাতর হন দর্শকরা।
এবারও তেমন একটি টেলিছবি নিয়ে হাজির হচ্ছেন হিমু। নাম ‘আব্দুল মতিনের বিরাট ইতিহাস’।
যার গল্পে দেখা যাবে, আব্দুল মতিনের বাবা কালা মুন্সি ঘোষণা দেন এসএসসি পাস করতে পারলে মতিন পাবে সিডিআই হোন্ডা এবং সুন্দরী বউ! মিয়া বাড়ির মেয়ে জলিকে বউ করে আনা হবে মতিনের জন্য। আর যদি ফেল করে, তবে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে।
এমন এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে চতুর্থ এবং শেষবারের মতো মতিন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেয়।
এদিকে মতিনের হবু বউ জলি নায়িকা শাবানার চেয়েও সুন্দরী। মতিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে জলি তাকে পড়াচ্ছে বাসরঘরে বসে। পাস তাকে করতেই হবে। হোন্ডা আর জলি কাউকেই হারাতে চায় না মতিন।
এখানে মতিন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান আর জলি চরিত্রে উর্মিলা শ্রাবন্তী কর। হিমু আকরামের রচনা ও পরিচালনায় টেলিছবিটি চ্যানেল আই'র জন্য নির্মিত হয়েছে।
এর গল্প প্রসঙ্গে হিমু আকরাম বলেন, ‘গ্রামের জীবন, এসএসসি পরীক্ষার প্রস্তুতি, নকলের চিন্তা, হুজুরের কলম পড়া, এগুলো ২০-২৫ বছর আগে প্রতিটি গ্রামের কমন চিত্র। এই কাজটির মাধ্যমে দর্শকদের আমি পেছনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি নিজেও কাজটি করেছি স্মৃতিকাতরতা থেকে। দর্শকরা দেখে মজা পাবেন বলেই আমার বিশ্বাস।’
টেলিছবির অন্যান্য চরিত্রে আছেন রিফাত চৌধুরী, ছবি, মিলন ভট্ট, সঞ্জীব আহমেদ, রাজু আহসান, বাদল প্রমুখ।

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…