X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিদেশি শিল্পীদের নিয়ে মাকসুদ ও ঢাকার নতুন অ্যালবাম

বিনোদন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৯, ০০:০৪আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৬:২৮

চলছে নতুন অ্যালবামের কাজ তিন বছর পর নতুন অ্যালবামের ঘোষণা দিলো ব্যান্ড ‘মাকসুদ ও ঢাকা’। গত কয়েকটি অ্যালবামের মতো এখানেও থাকছে বিদেশি শিল্পী। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘গ্লোবাল বাউলিয়ানা’।

যেখানে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও সামাজিক পরিবেশকে প্রাধান্য দেওয়া হবে। ব্যান্ডটির প্রধান মাকসুদ হক বলেন, ‘এ অ্যালবামের কাজ গত তিন বছরেরও বেশি সময় ধরে আমরা করছি। এটি করতে আমার নানা ধরনের বিশ্লেষণ ও গবেষণাও করতে হয়েছে। ইতোমধ্যে ৯টি ট্র্যাকের কাজ শেষ পর্যায়ে আছে। অ্যালবামটিতে ফকির লালন সাঁই থেকে শুরু করে আজম খান বা বব মার্লির শান্তির বার্তাও থাকবে।'

গানগুলোতে রেগে, ব্লুজ, জ্যাজ থেকে দক্ষিণ এশীয় শাস্ত্রীয় সংগীতের স্বাদ থাকছে বলে জানালেন এই তারকা।

মাকসুদ বলেন, ‌‘অ্যালবামে অতিথি গিটার শিল্পী থেকে স্যাক্সোফোন, ট্রমবনসহ বেশ কিছু বাদ্যযন্ত্র ব্যবহৃত হবে। থাকবে আফ্রো-ক্যারিবিয়ান ও ভারতীয় টানও।’

জানা যায়, অ্যালবামে কয়্যারও থাকবে। আর এতে কাজ করেছেন সংগীতশিল্পী এলিটা করিম, শুশারাত জাহান আচল ও সিজে রেসি।
তবে অ্যালবাম প্রকাশের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। প্রথম দফায় তিনটি ভিডিও গান অবমুক্ত করা হবে বলে জানালেন মাকসুদ।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা