X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সভাপতি আসাদুজ্জামান নূর, সম্পাদক আহকাম উল্লাহ

বিনোদন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৯, ১৯:৩৫আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:০৭

ডানে সভাপতি আসাদুজ্জামান নূর ও বামে সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ফের সভাপতি নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান নূর এমপি। সাধারণ সম্পাদক হলেন আহকাম উল্লাহ।
আগামী তিন বছরের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শনিবার (২৬ অক্টোবর) বিকালে আবৃত্তি সমন্বয় পরিষদের ত্রয়োদশ জাতীয় বার্ষিক কাউন্সিলে তারা পুনর্নির্বাচিত হন।
এছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন ইস্তেকবাল হোসেন, বেলায়েত হোসেন, রূপা চক্রবর্তী, গোলাম সানোয়ার, ড. শাহাদাত হোসেন নিপু, সোহরাব হোসেন তালুকদার, রফিকুল ইসলাম, শিমুল মুস্তাফা, ইকবাল খোরশেদ জাফর, রেজীনা ওয়ালী লীনা, ফয়জুল আলম পাপপু, নাজমুল হাসান পাখি (কুমিল্লা), আবু সুফিয়ান চৌধুরী কুশল (ফরিদপুর), মোকাদ্দেম বাবুল (সিলেট), আজমল হোসেন লাবু (বরিশাল), আলম আরা জুঁই (খুলনা), মোহাম্মদ কামাল (রাজশাহী), কান্তি কানিজা (ময়মনসিংহ) ও সমরজিৎ দাস টুটুল (চট্টগ্রাম)।
এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই কাউন্সিলে সারাদেশের সদস্যভুক্ত ২৮০ সংগঠনের তিনজন করে প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কাউন্সিলে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আজহারুল হক আজাদ, মীর মাসরুর জামান রনি, মাসুদুজ্জামান, কাজী মাহতাব সুমন ও রাশেদ হাসান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসানউল্লাহ তমাল (ঢাকা), জয়দেব সাহা (ময়মনসিংহ), শাহাদাত হোসেন লিটন (ফরিদপুর), এমদাদ হোসেন কিশোর (কুমিল্লা), দেবাশীষ রুদ্র (চট্টগ্রাম), শরিফ আহমেদ বিল্টু (রাজশাহী), খান মাজহারুল হক লিপু (খুলনা), মারিফ বাপ্পী (বরিশাল) ও মনির হোসেন (সিলেট)।
এছাড়াও অর্থসম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক শহীদুল ইসলাম নাজু, প্রশিক্ষণ সম্পাদক অলোক বসু, প্রচার সম্পাদক ফয়জুল্লাহ সাঈদ, প্রকাশনা সম্পাদক জি এম মোর্শেদ, দফতর সম্পাদক শিরিন ইসলাম এবং তথ্য-প্রযুক্তি ও গবেষণা সম্পাদক  মিজানুর রহমান সজল।
নির্বাহী সদস্যর হলেন- অনন্যা লাবণী পুতুল, ফখরুল ইসলাম তারা, প্রশান্ত অধিকারী, সুবর্ণা আরফিন, মাশরুক রহমান টিটু, সিদ্দিকুর রহমান পারভেজ, আমিরুল বাশার বাবু, জিয়াউল ইসলাম কাজল, জালালউদ্দিন হীরা, আহমেদ শিপলু, সামসুজ্জামান বাবু, মাহবুবুর রহমান মাহফুজ, অনন্যা সাহা, পুনম চিনু, তাসকিয়াতুন নূর তানিয়া, হাসান জাহাঙ্গীর, মশরুর হোসেন, সেলিম রেজা সাগর, সুকান্ত গুপ্ত, সাইমুম আঞ্জুম ইভান, রফিকুদ্দৌলা রাব্বী, শরীফ মজুমদার, আবদুল বারী, মো. জাহিদুল ইসলাম, ইমরান সাগর, মেরুনা বানু মুন, ম. ম. জুয়েল, আরিফ কাদরী, গোলাম মোস্তফা, এটিএম মাকসুদুল হক ইমু, আল আমিন, সুলতান মাহমুদ শ্রাবণ, সালমানুল মেহেদী মুকুট, উম্মে কুলসুম পলি, শামীমা রত্না, শামস-উল আলম মিঠু, মুজাহিদুল ইসলাম প্রিন্স ও মশিউর রহমান পিংকু।
এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, সৈয়দ হাসান ইমাম, আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, এসএম মহসীন, নিরঞ্জন অধিকারী, কাজী মদিনা, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সুবর্ণা মুস্তাফা, ডালিয়া আহমেদ, মীর বরকত, হাসান আরিফ, কেয়া চৌধুরী ও লায়লা আফরোজ।
কাউন্সিলের শুরুতে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের প্রতিবেদন, সদস্যপদ নিয়ে আলোচনা, অর্থ সম্পাদকের প্রতিবেদন, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদনের ওপর আলোচনা, সদস্য সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশ, গঠনতন্ত্র সংশোধনী নিয়ে আলোচনা, নতুন কমিটি গঠন ও ভবিষ্যৎ কর্মসূচির পরিকল্পনা উপস্থাপন করা হয়।
এছাড়াও কাউন্সিলে দেশের বিশিষ্ট প্রবীণ তিন জন আবৃত্তিশিল্পী ও সংগঠক আবৃত্তি সমন্বয় পরিষদের কাউন্সিল এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আলোচন করেন। তারা হলেন আশরাফুল আলম, মীর বরকত ও হাসান আরিফ। কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর এমপি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!