X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বায়ুদূষণে দিল্লিতে এবার বন্ধ হলো ‘দোস্তানা ২’ ছবির শুটিং

বিনোদন ডেস্ক
১১ নভেম্বর ২০১৯, ১৮:০৫আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৯:১৪


কার্তিক ও জাহ্নবি গত ৩ নভেম্বর দিল্লিতে বিপজ্জনক বায়ুদূষণের মধ্যেই অনুষ্ঠিত হয় বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচ। তারও আগে স্বাভাবিকের চেয়ে পাঁচগুণ বিপজ্জনক বাতাস হওয়ায় স্কুলও বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট।



এবার একই কারণে শুটিং বন্ধ করতে বাধ্য হলো করণ জোহরের ‘ধর্মা’ প্রোডাকশন। আজ (১১ নভেম্বর) সকালে দিল্লিতে তাদের নতুন ছবি ‘দোস্তানা ২’-এর দৃশ্যধারণ শুরু হয়েছিল।
সকালে এতে অংশ নেন নায়ক কার্তিক আরিয়ান ও নায়িকা জাহ্নবি কাপুর। ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন কলিন ডি’কুনহা ।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, দূষণের জেরে ক্যামেরায় ঠিকমতো ফোকাস হচ্ছিল না। শিল্পী ও কলাকুশলীর অবস্থাও নাস্তানাবুদ হয়েছিল। কষ্ট হচ্ছিল শ্বাস নিতে।
ফলে দেশের রাজধানীতে আপাতত এই ছবির কাজ বন্ধ। কিছু দিন আগেই শুটিং করতে এসে প্রিয়াঙ্কা চোপড়াও একই অভিযোগ করেছিলেন।

উল্লেখ্য, ২০০৮ সালে মুক্তি পায় জন আব্রাহাম, অভিষেক বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘দোস্তানা’ ছবি। এরপর ১১ বছর পার হয়েছে। এবার নতুন করে সেই ছবির সিক্যুয়েল করার উদ্যোগ নেওয়া হয়। তার ফলে ঘোষণা করা হয় ‘দোস্তানা ২’।
করণ জোহর জানান, এতে দেখা যাবে জাহ্নবী কাপুর, কার্তিক আরিয়ান ও লক্ষ্মাকে।
অন্যদিকে আজ শুটিং শুরুর আগে ছবির নায়ক কার্তিক সকালবেলাই করণকে পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন। আর সেই ছবি মজার ছলে টুইটারে পোস্টও করেছেন। করণও দিয়েছেন পাল্টা জবাব। তবে বায়ুদূষণের কারণে শুটিং আর বেশিদূর টেনে নেওয়া সম্ভব হয়নি।

সূত্র: বলিউড হাঙ্গামা

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার