X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘কাজলা দিদি’ কবিতা অবলম্বনে গান

বিনোদন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ১৮:১৪আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২১:৫০

ফারুক আহমেদ সুমন/ ছবি: রানা বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই/ মাগো আমার শোলোক বলা কাজলা দিদি কই?
যতীন্দ্রমোহন বাগচীর লেখা এই অনবদ্য কবিতাটি পড়েননি, এমন বাংলাভাষী পাঠক খুঁজে পাওয়া দায়। শৈশবের এই মধুর কবিতাটির রেশ ধরে এবার তৈরি হলো গান।
‘কাজলা দিদি’ কবিতা অবলম্বনে গানটি লিখেছেন এন আই বুলবুল। সুর-সংগীত করেছেন রোহান রাজ। আর গেয়েছেন এফ এ সুমন। গানটির নাম রাখা হয়েছে ‘প্রাণের সই’।
গানটির কথার সূত্র ধরে তৈরি হয়েছে একটি গল্পনির্ভর ভিডিও। এটি নির্মাণ করেছেন রোহান মাহমুদ।
এম আর বেস্ট মিডিয়া প্রযোজিত গানচিত্রটি দুই-একদিনের মধ্যে ইউটিউবে উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।
গানটি প্রসঙ্গে এফ এ সুমন বলেন, ‘কাজলা দিদি কবিতাটি আমাদের সবার পড়া আছে। সেই বোধটাকে প্রণয়ে রূপ দিয়ে এই গানের কথা। সুরটাও হয়েছে দারুণ। ভিডিওটাও আমার পছন্দ হয়েছে। দর্শক-শ্রোতারা একেবারেই ভিন্নরকম একটি গান পাবেন।’  
গানটির সুরকার ও সংগীত পরিচালক রোহান রাজ বলেন, ‘‌‌‘সুমন ভাইয়ের জন্য এর আগেও গান করেছি। বিশেষ করে ‘পরাণ কান্দে’ শিরোনামের গানটির জন্য বেশ সাড়া পেয়েছি। তবে এবারের গানটি একেবারেই আলাদা। যেহেতু এটি একটি কবিতার ছায়া অবলম্বনে, তাই চেষ্টা করেছি নতুন কিছু উপহার দেওয়ার।’’
গানটির ভিডিওতে মডেল হয়েছেন আসপিয়া ওহি ও আলভী মামুন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা