X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বুধবার সন্ধ্যায় সম্প্রচারে আসছে দীপ্ত টিভি

বিনোদন প্রতিবেদক।।
১৬ নভেম্বর ২০১৫, ১৮:১৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৮:০৩

দীপ্ত টিভি ১৮ নভেম্বর টিভি রিমোটে যুক্ত হচ্ছে নতুন চ্যানেল। ‘আলোয় ভুবন ভরা’ স্লোগান নিয়ে পূর্ণাঙ্গ যাত্রা শুরু করছে দীপ্ত টিভি। বিনোদন ও সংবাদনির্ভর এ চ্যানেলটি একসঙ্গে ৪টি মেগাধারাবাহিক নিয়ে সম্প্রচারে আসছে। চ্যানেল কর্তৃপক্ষ জানায়, দেশীয় দর্শকদের ফিরিয়ে আনতে এ ধারাবাহিকগুলো ভিন্নমাত্রায় নির্মাণ করা। নিজস্ব ভবন, স্টুডিও আর সেটে এগুলো নির্মাণ করা হচ্ছে। টিভি চ্যানেলটির কুশীলবদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ও চ্যানেলটির উদ্বোধনী ঘোষণা দিতে সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলন। সেখানেই এ তথ্যগুলো জানানো হয়।

দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া এ আয়োজনে বক্তব্য রাখেন চ্যানেলটির পরিচালক কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী উরফী আহমেদ, বার্তা প্রধান নাজমুল আশরাফ ও হেড অব ব্রডকাস্ট মো: হাসিবুল হাসান।

দীপ্ত টিভির তিন ধারাবাহিকের শিল্পীরা

নাটকের নির্মাণ সম্পর্কে প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী উরফী আহমেদ বলেন, ‘আমাদের নাটকগুলোতে প্রাধান্য দিয়েছি গল্পে। কারণ আমরা মনে করি, একটি নাটকের গল্পই প্রধান বিষয়। আর আমরা দর্শকের উপর বেশ কিছু জরিপ চালিয়েছি। যেখানে দেখা গেছে এদেশের ৭০ শতাংশ দর্শক ভারতের সিরিয়াল দেখছেন। পাশের দেশের নাটক নির্মাণের বিষয়গুলো আমাদের এখানে জোর দেওয়া হয়েছে। কারণ আমরা চাই আমাদের সব দর্শক আমাদের সঙ্গেই থাকুক।’

একই বিষয়ে কথা বলেন চ্যানেলটির বার্তা প্রধান নাজমুল আশরাফ। বলেন, ‘আমরা ভারতে চলে যাওয়া ৭০ শতাংশ দর্শককে ধরার চেষ্টা করছি। কারণ এ দর্শকের জন্য এখন দেশীয় পণ্যের বিজ্ঞাপন ভারতে চলে যাচ্ছে। এতে করে দেশে বিনিয়োগের বড় একটি অর্থ পাশের দেশে যচ্ছে। তাই আমরা দেশের দর্শককে ফিরিয়ে আনতে ও দেশের স্বার্থে এ ধরণের নাটকগুলো নির্মাণ করেছি।’

দীপ্ত টিভির পরিচালক কাজী জাহিন হাসান

তবে কী ভারতীয় সংস্কৃতি আমরা অনুসরণ করছি? এমন প্রশ্নে তিনি আরও বলেন, ‘এটা মোটেও না। আমাদের এখানে সবকিছু মৌলিক। আমাদের নিজস্ব লেখক প্যানেল আছে। বলা যায়, ভারতীয় সিরিয়াল অনুকরণ নয়, এটা অনুসরণ করছি আমরা। ভালো এবং জনপ্রিয় যে কোনও কিছু অনুসরণ দোষের কিছু নয়।’

এর আগে প্রতিষ্ঠানটির পরিচালক কাজী জাহিন হাসান আনুষ্ঠানিক বক্তব্য রাখেন। তিনি জানান, টিভি দর্শকদের বিজ্ঞাপন বিরক্তির বিষয় বিবেচনা করে প্রতি আধা ঘন্টায় মাত্র ৮ মিনিট বিজ্ঞাপন সম্প্রচার করা হবে। এছাড়াও সন্ধ্যার পর যে কোনও নাটক শেষ এবং শুরুর মাঝে কোনও বিজ্ঞাপন সম্প্রচার হবে না।

পরিচালক আরও জানান, বুধবার সন্ধ্যা ৬টা থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে টিভি চ্যানেলটি।

সংবাদ সম্মেলনে চ্যানেল কর্মকর্তারা

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!