X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শুভজন পদক পাচ্ছেন সৈয়দ হাসান ইমাম

বিনোদন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৯, ১৮:১৮আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৩:৫৩

সৈয়দ হাসান ইমাম শুভজন পদক-২০১৯ পাচ্ছেন বরেণ্য নাট্যজন ও  সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।
শুভজনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এটি প্রদান করা হচ্ছে। এছাড়া আরও সাত বিশিষ্ট নাগরিককে দেওয়া হচ্ছে এই পদক।
শিল্প সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের প্রতি সম্মান  জানিয়ে সৈয়দ হাসান ইমামকে এ পদক প্রদানের পাশাপাশি ‘শুভজন’ উপাধিতেও ভূষিত করা হবে।
অন্যদিকে এবারের ‘শুভজন গুণীজন সম্মাননা’ পাচ্ছেন- লাকী ইনাম (মঞ্চ), তিমির নন্দী (সংগীত), মোহাম্মদ শামস উল ইসলাম (নন্দিত উদ্ভাবন, ব্যাংকার), শাহিদ উল মুনীর (তথ্যপ্রযুক্তি), সাদাত হোসাইন (সাহিত্য), এ জেড এম নাফিউল ইসলাম (জনসেবা) ও শহীদুল ইসলাম পাইলট (মফস্বল সাংবাদিকতা)।  
আগামী ২৬ নভেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে শুভজন’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন করা হবে। সেখানেই এ পদকগুলো তুলে দেওয়া হবে।
‘মানবিক মানুষ চাই’ স্লোগান নিয়ে শুদ্ধ ধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছে শুভজন।
দেশের সার্বিক উন্নয়নে সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা বা সমাজ বিনির্মাণের বিভিন্ন শাখায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকগণকে প্রতি বছর দেওয়া হয় ‘শুভজন পদক’। বিগত ৬ বছর যাবত এ পদকগুলো দেওয়া হচ্ছে।
পদকপ্রাপ্ত ব্যক্তির জন্য পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকার প্রাইজ বন্ড, শুভজনের নিজস্ব নকশার একটি ক্রেস্ট ও সনদপত্র এ পুরস্কারের অন্তর্ভুক্ত থাকে।
এপর্যন্ত শুভজন পদক পেয়েছেন- কবি আসাদ চৌধুরী (২০১৪), কামাল লোহানী (২০১৫), কবি কাজী রোজী (২০১৬), ড আতিউর রহমান (২০১৭) ও শিল্পী মুস্তাফা মনোয়ার (২০১৮)।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)