X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আবারও হাসপাতালে এটিএম শামসুজ্জামান

বিনোদন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৯, ১৮:৩৭আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৯:০৯

এটিএম শামসুজ্জামান বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামানকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (২৫ নভেম্বর) বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়।

সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন তার স্ত্রী রুনি জামান।

মলত্যাগের জটিলতায় ভুগছেন এই অভিনেতা। এর আগেও একই সমস্যায় গত ২৬ এপ্রিলে ভর্তি হয়ে অস্ত্রোপচার করতে হয়েছিল তার।

এরপর দীর্ঘ চিকিৎসার পর বাসায় ফেরেন এটিএম শামসুজ্জামান। এদিকে এই অভিনেতার স্বাস্থ্য প্রসঙ্গে রুনি জামান বলেন, ‘পুরনো সমস্যার কারণে তাকে আবার হাসপাতলে নেওয়া হয়েছে। গত তিন দিন ধরে পেট ব্যথা হচ্ছিল। অবস্থা খারাপ হওয়া হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা কিছু মেডিসিন দিয়েছেন। এগুলো কাজ না হলে আবারও অস্ত্রোপচার করতে হতে পারে।’

তিনি জানান, দুপুর ১২টায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে দেখার পর ভর্তির পরামর্শ দেন।

৮৮ বছর বয়সী এ অভিনেতা বার্ধক্যজনিত জটিলতাতেও ভুগছেন।
উল্লেখ্য, গত এপ্রিলে অসুস্থ হওয়ার পর তিন মাস হাসপাতলে ছিলেন। গত সপ্তাহে ইত্যাদির একটি পর্বে কাজ করে আবারও অভিনয়ে ফেরেন। অন্যদিকে চলতি বছর ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল