X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নারী নির্মাতাদের সর্বকালের সেরা ১০০ ছবি

জনি হক
২৯ নভেম্বর ২০১৯, ১৫:৩৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৮:৩০

নারী নির্মাতাদের সর্বকালের সেরা ১০০ ছবি বিশ্বের বিভিন্ন প্রান্তের নারী চলচ্চিত্র নির্মাতাদের নানান ভাষার সেরা ১০০টি ছবির তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এতে ২৯ নম্বরে ভারতের ‘মনসুন ওয়েডিং’ (২০০১) ও ৪৯ নম্বরে স্থান পেয়েছে ‘সালাম বোম্বে!’ (১৯৮৮)। দুটি ছবিই পরিচালনা করেছেন মিরা নায়ার।
৮৪ দেশের ৩৬৮ জন চলচ্চিত্র বোদ্ধার মধ্যে জরিপ করে তালিকাটি তৈরি হয়েছে। তারা মোট ৭৬১টি ছবিকে ভোট দিয়েছেন। এটাই বিবিসির সংস্কৃতি বিভাগের এখন পর্যন্ত সবচেয়ে বড় ও আন্তর্জাতিক জরিপ। এতে অংশ নিয়েছেন সমালোচক, সাংবাদিক, উৎসব আয়োজক ও শিক্ষাবিদরা।
গত বছর প্রকাশিত ইংরেজি ভাষার বাইরে নানান ভাষার সেরা ১০০ ছবির তালিকায় নারী নির্মাতাদের কাজ ছিল মাত্র চারটি। ২০১৭ সালে সেরা ১০০ কমেডি ঘরানার ছবির তালিকায়ও স্থান করে নেন চার নার‌ী পরিচালক। ২০১৬ সালে একবিংশ শতাব্দীর সেরা ১০০ ছবির তালিকায় ছিল ১২ নারী নির্মাতার কাজ। কিন্তু সেগুলোর সবই স্থান পায় শীর্ষ ২০-এর নিচে। সেরা ১০০ আমেরিকান ছবির তালিকায় কেবল দুটির সহ-পরিচালক ছিলেন নারী।
এবার বিবিসির জরিপে শুধুই নারী নির্মাতাদের ছবির ওপর আলোকপাত করা হয়েছে। জরিপে ১৮৫ জন নারী ভোটার ও ১৮১ জন পুরুষ ভোটার রাখা হয়। প্রত্যেককে তাদের প্রিয় নারী নির্মাতাদের বানানো ১০টি ছবির নাম জানাতে বলেছিল বিবিসির সংস্কৃতি বিভাগ। প্রতিভাবান নারীদের বানানো বৈচিত্র্যময় ঘরানার স্মরণীয় সব ছবির উদযাপন হিসেবে দেখা হচ্ছে এই কার্যক্রমকে।
নারী পরিচালকদের সেরা ১০০ ছবির তালিকায় লয়েস ওয়েবারের নির্বাক ছবি ‘শুজ’ (১৯১৬) থেকে শুরু করে এ বছরের আলোচিত ‘দ্য সুভেনিয়ার’ (জোয়ানা হগ) ও ‘পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার’ (সেলিন সিয়ামা) আছে।
তালিকায় স্থান পাওয়া বেশিরভাগ ছবিই তৈরি হয়েছে নব্বই দশক থেকে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, বেলজিয়াম ও কানাডার সংখ্যা চোখে পড়ার মতো। এছাড়া সেরা ১০০তে আছে আর্জেন্টিনা, ইরান, ইউক্রেন, সৌদি আরব, তিউনিসিয়া ও চেক রিপাবলিকের ছবি।
নির্মাতাদের মধ্যে প্রয়াত আনিয়েস ভারদার সর্বাধিক ছয়টি ছবি স্থান পেয়েছে তালিকায়। ফরাসি এই পরিচালকের পরে আছেন যথাক্রমে অস্কারজয়ী ক্যাথেরিন বিগেলো, ক্লেয়ার দেনি, লিন রামজে ও সোফিয়া কপোলা।
শীর্ষস্থানে আছে নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন পরিচালিত ‘দ্য পিয়ানো’ (১৯৯৩)। বোদ্ধাদের ১০ শতাংশ এই ছবিকে তাদের ব্যালটে সবার ওপরে রেখেছেন। কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পাম জিতেছে এটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন হান্ড্রেড ফিল্মস বাই ওমেন হ্যাশট্যাগ যুক্ত করে নারী নির্মাতার সেরা ১০০ ছবির তালিকা নিয়ে দর্শকরা বিভিন্ন মন্তব্য করছেন।
নারী নির্মাতাদের সেরা ১০০ ছবির তালিকা
১০০. দ্য কিডস আর অল রাইট (লিসা চলোডেঙ্কো, ২০১০)
৯৯. দ্য স্যুভেনিয়ার (জোয়ানা হগ, ২০১৯)
৯৮. সামহোয়্যার (সোফিয়া কপোলা, ২০১০)
৯৭. অ্যাডাপশন (মার্তা মিসারোশ, ১৯৭৫)
৯৬. দ্য মিটিংস অব আনা (শানটাল অ্যাকারম্যান, ১৯৭৭)
৯৫. রিচুয়াল ইন ট্রান্সফিগারড টাইম (মায়া ডেরেন, ১৯৪৬)
৯৪. নিউজ ফ্রম হোম (শানটাল অ্যাকারম্যান, ১৯৭৭)
৯৩. রেড রোড (আন্ড্রেয়া আর্নল্ড, ২০০৬)
৯২. র (জুলিয়া দ্যুকুরনো, ২০১৬)
৯১. হোয়াইট ম্যাটেরিয়াল (ক্লেয়ার দেনি, ২০০৯)
৯০. ফাস্ট টাইমস অ্যাট রিজমন্ট হাই (অ্যামি হেকারলিং, ১৯৮২)
৮৯. দ্য বিচেস অব আনিয়েস (আনিয়েস ভারদা, ২০০৮)
৮৮. দ্য সাইলেন্সেস অব দ্য প্যালেস (মুফিদা তিলাৎলি, ১৯৯৪)
৮৭. থার্টি ফাইভ শটস অব রাম (ক্লেয়ার দেনি, ২০০৮)
৮৬. ওয়াজডা (হাইফা আল-মনসুর, ২০১২)
৮৫. ওয়ান সিংস, দ্য আদার ডাজনট (আনিয়েস ভারদা, ১৯৭৭)
৮৪. পোর্ট্রেট অব জেসন (শির্লি ক্লার্ক, ১৯৬৭)
৮৩. স্লিপলেস ইন সিয়াটল (নোরা এফরন, ১৯৯৩)
৮২. অ্যাট ল্যান্ড (মায়া ডেরেন, ১৯৪৪)
৮১. অ্যা গার্ল ওয়াকস হোম অ্যালোন অ্যাট নাইট (আনা লিলি আমিরপুর, ২০১৪)
৮০. বিগ (পেনি মার্শাল, ১৯৮৮)
৭৯. শুজ (লয়েস ওয়েবার, ১৯১৬)
৭৮. দ্য অ্যাপল (সামিরা মাখমালবাফ, ১৯৯৮)
৭৭. টমবয় (সেলিন সিয়ামা, ২০১১)
৭৬. গার্লহুড (সেলিন সিয়ামা, ২০১৪)
৭৫. মিক’স কাটঅফ (কেলি রাইকার্ড, ২০১০)
৭৪. শোকোলা (ক্লেয়ার দেনি, ১৯৮৮)
৭৩. অন বডি অ্যান্ড সৌল (ইলডিকো এনেডি, ২০১৭)
৭২. ইউরোপা, ইউরোপা (আনিয়েৎস্কা হল্যান্ড, ১৯৮০)
৭১. দ্য সিশেল অ্যান্ড দ্য ক্লার্জিম্যান (জেরমেন দ্যুলাক, ১৯২৮)
৭০. হোয়েল রাইডার (নিকি ক্যারো, ২০০২)
৬৯. দ্য কানেকশন (শির্লি ক্লার্ক, ১৯৬১)
৬৮. ইভ’স বায়ু (ক্যাসি লেমন্স, ১৯৯৭)
৬৭. দ্য জার্মান সিস্টার্স (মার্গারেট ভন ট্রটা, ১৯৮১)
৬৬. র‌্যাটক্যাচার (লিন রামজে, ১৯৯৯)
৬৫. লিভ নো ট্রেস (ডেব্রা গ্রানিক, ২০১৮)
৬৪. দ্য রাইডার (ক্লোয়ি জাও, ২০১৭)
৬৩. ম্যারি আন্টয়নেট (সোফিয়া কপোলা, ২০০৬)
৬২. স্ট্রেঞ্জ ডেজ (ক্যাথরিন বিগেলো, ১৯৯৫)
৬১. ইন্ডিয়া সং (মার্গারিট ডুরাস, ১৯৭৫)
৬০. অ্যা লিগ অব দেয়ার ঔন (পেনি মার্শাল, ১৯৯২)
৫৯. দি লং ফেয়ারওয়েল (কিরা মারাতোভা, ১৯৭১)
৫৮. ডেসপারেটলি সিকিং সুজান (সুজান সিডেলম্যান, ১৯৮৫)
৫৭. দ্য বাবাডুক (জেনিফার কেন্ট, ২০১৪)
৫৬. থার্টিন্থ (অ্যাভা ডুভেরনে, ২০১৬)
৫৫. মনস্টার (প্যাটি জেনকিন্স, ২০০৩)
৫৪. ব্রাইট স্টার (জেন ক্যাম্পিয়ন, ২০০৯)
৫৩. দ্য হেডলেস ওম্যান (লুক্রেসিয়া মার্তেল, ২০০৮)
৫২. হ্যাপি অ্যাজ লাজারো (আলিস ররবাহার, ২০১৮)
৫১. হারলান কাউন্টি, ইউএসএ (বারবারা কপেল, ১৯৭৬)
৫০. আউটরেজ (আইডা লুপিনো, ১৯৫০)
৪৯. সালাম বোম্বে! (মিরা নায়ার, ১৯৮৮)
৪৮. দ্য অ্যাস্থেনিক সিনড্রোম (কিরা মারাতোভা, ১৯৮৯)
৪৭. অ্যান অ্যাঞ্জেল অ্যাট মাই টেবিল(জেন ক্যাম্পিয়ন, ১৯৯০)
৪৬. নিয়ার ডার্ক(ক্যাথরিন বিগেলো, ১৯৮৭)
৪৫. ট্রিয়াম্ফ অব দ্য উইল (লেনি রিফেনস্টাল, ১৯৩৫)
৪৪. আমেরিকান হানি (আন্ড্রেয়া আর্নল্ড, ২০১৬)
৪৩. দ্য ভার্জিন সুইসাইডস (সোফিয়া কপোলা, ১৯৯৯)
৪২. দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিন্স আহমেদ (লটা রাইনিগার, ১৯২৬)
৪১. ক্যাপারনম (নাদিন লাবাকি, ২০১৮)
৪০. বয়েজ ডোন্ট ক্রাই (কিম্বারলি পিয়ার্স, ১৯৯৯)
৩৯. পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার (সেলিন সিয়ামা, ২০১৯)
৩৮. প্যারিস ইজ বার্নিং (জেনি লিভিংস্টন, ১৯৯০)
৩৭. অলিম্পিয়া (লেনি রিফেনস্টাল, ১৯৩৮)
৩৬. ওয়েন্ডি অ্যান্ড লাকি (কেলি রাইকার্ড, ২০০৮)
৩৫. দ্য ম্যাট্রিক্স (লানা ও লিলি ওয়াচোস্কি, ১৯৯৯)
৩৪. মরভার্ন চালার (লিন রামজে, ২০০২)
৩৩. ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার (লিন রামজে, ২০১৭)
৩২. দ্য নাইট পর্টার (লিলিয়ানা কাভানি, ১৯৭৪)
৩১. দ্য গ্লিনারস অ্যান্ড আই (আনিয়েস ভারদা, ২০০০)
৩০. জামা (লুক্রেসিয়া মার্তেল, ২০১৭)
২৯. মনসুন ওয়েডিং (মিরা নায়ার, ২০০১)
২৮. হ্যাপিনেস (আনিয়েস ভারদা, ১৯৬৫)
২৭. সেলমা(অ্যাভা ডুভেরনে, ২০১৪)
২৬. স্টোরিস উই টেল (সারাহ পলি, ২০১২)
২৫. দ্য হাউস ইজ ব্ল্যাক (ফোরা ফ্যারখজাদ, ১৯৬৩)
২৪. লেডি বার্ড (গ্রেটা গারউইগ ২০১৭)
২৩. দ্য হিচ-হাইকার (আইডা লুপিনো, ১৯৫৩)
২২. উই নিড টু টক অ্যাবাউট কেভিন (লিন রামজে, ২০১১)
২১. উইন্টার’স বোন (ডেব্রা গ্রানিক, ২০১০)
২০. ক্লুলেস (অ্যামি হেকারলিং, ১৯৯৫)
১৯. অরল্যান্ডো (স্যালি পটার, ১৯৯২)
১৮. আমেরিকান সাইকো (ম্যারি হ্যারন, ২০০০)
১৭. সেভেন বিউটিস (লিনা বার্তম্যুলার, ১৯৭৫)
১৬. ওয়ান্ড (বারবারা লডেন, ১৯৭০)
১৫. দ্য সোয়াম্প (লুক্রেসিয়া মার্তেল, ২০০১)
১৪. পয়েন্ট ব্রেক (ক্যাথরিন বিগেলো, ১৯৯১)
১৩. ভেগাবন্ড (আনিয়েস ভারদা, ১৯৮৫)
১২. জিরো ডার্ক থার্টি (ক্যাথরিন বিগেলো, ২০১২)
১১. দ্য অ্যাসেন্ট (লারিসা শেপিৎকো, ১৯৭৭)
১০. ডটারস অব দ্য ডাস্ট (জুলি ড্যাশ, ১৯৯১)
৯. ফিশ ট্যাঙ্ক (আন্ড্রে আর্নল্ড, ২০০৯)
৮. টনি আর্ডমান (মারেন আডে, ২০১৬)
৭. দ্য হার্ট লকার (ক্যাথরিন বিগেলো, ২০০৮)
৬. ডেইজিস (ভেরা হিতিলোভা, ১৯৬৬)
৫. লস্ট ইন ট্রান্সলেশন (সোফিয়া কপোলা, ২০০৩)
৪. ব্যু ট্রাভাইল (ক্লেয়ার দেনি, ১৯৯৯)
৩. জান ডিলমান, টোয়েন্টি থ্রি কেই দ্যু কমার্স, ১০৮০ ব্রাসেলস (শানটাল অ্যাকারম্যান, ১৯৭৫)
২. ক্লিও ফ্রম ফাইভ টু সেভেন (আনিয়েস ভারদা, ১৯৬২)
১. দ্য পিয়ানো (জেন ক্যাম্পিয়ন, ১৯৯৩)

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়