X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মিস ওয়ার্ল্ডে প্রধানমন্ত্রীকে নিয়ে যা বললেন তোরসা (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৯, ১১:১৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৮:২৩

তোরসা ও  উপস্থাপিকা

বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগে অংশ নিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ রাফাহ নানজীবা তোরসা। ১৯ নম্বর গ্রুপ তার প্রতিদ্বন্দ্বী অ্যাঙ্গোলা, কিরগিজস্তান, ইথিওপিয়া ও সেনেগালের সুন্দরীরা।

ইউটিউবে মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রতিযোগীদের পরিচিতি ভিডিওকে ঘিরেই ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এর আড্ডা হয়েছে। পরিচিতি ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় পুরস্কারের পদক নিচ্ছেন তোরসা। সঞ্চালক ভ্যানেসা তার কাছে প্রথমেই এ বিষয়ে জানতে চান। তিনি বলেন, ‘এটা নিশ্চয়ই সম্মানের?’

তোরসার উত্তর, ‘অবশ্যই। বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কারটি নিয়েছি। তিনি তার মেয়ে, যিনি আমাদের জাতির পিতা। ২০১০ সালে ৬৪ জেলার মধ্যে সেরা হিসেবে ওই পুরস্কার পাওয়ার পর মনে হলো, আমাকে অনেকদূর যেতে হবে।’

এবারের প্রতিযোগিতায় কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না বলে জানিয়েছেন তোরসা। তার কথায়, ‘এখানে সবাই প্রতিভাবান। ফলে সবসময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।’

ভবিষ্যতে সৌন্দর্যকে কীভাবে কাজে লাগাবেন জানতে চাইলে তোরসা বলেন, ‘সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে ভূমিকা রাখতে চাই। ১০ বছর ধরে সমাজকল্যাণমূলক কাজ করছি। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানে নিজেকে নিয়োজিত রাখবো। আমি মনে করি, শিক্ষা মানুষকে বদলে দেয়। মানুষ পরিবর্তন করে পৃথিবীকে। আমাদের শিশুরাই আগামীতে নতুন পৃথিবী গড়বে। শিশুদের সবসময় বলি– তোমরা দারুণ। মুখে হাসি রেখো।’

তোরসার কথা শুনে সঞ্চালক ভ্যানেসা বলেন, ‘উদ্বুদ্ধ করার মতো কী দারুণ বক্তব্যই না দিলে!’

* হেড টু হেড চ্যালেঞ্জের গ্রুপ ১৯ প্রতিযোগীদের ভিডিও:

‘হেড টু হেড চ্যালেঞ্জ-এর জন্য বাংলাদেশসহ ১১১ দেশের প্রতিযোগীকে ভাগ করা হয়েছে ১৯টি দলে। কে কোন গ্রুপে থাকবেন তা নির্ধারিত হয়েছে ড্রয়ের মাধ্যমে। টেমস নদীর তীরে টাওয়ার ব্রিজের সামনে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এর ড্র অনুষ্ঠিত হয়। এই বিভাগের ফল থেকেই চূড়ান্ত হবে শীর্ষ ৪০ প্রতিযোগী। দ্য টাওয়ার হোটেলে তোরসা

‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগে প্রতিযোগীদের ভোট দেওয়া যাচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মবস্টার ও মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।

এদিকে অবসরে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়েছেন তোরসা। এছাড়া লন্ডনের হাউস অব লর্ডসসহ ঘুরে বেড়িয়েছেন শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে। প্রতিযোগীদের সঙ্গে তোরসা

আগামী ১৪ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডনে এক্সেল এরেনায় বসবে ৬৯তম মিস ওয়ার্ল্ডের জমকালো আসর। সেদিনই ফয়সালা হবে কে জিতবেন এবারের বিশ্বসুন্দরীর মুকুট। নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী মেক্সিকোর ভ্যানেসা পন্তে দেলেওন।

/জেএইচ/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী