X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইউনেস্কো সম্মেলনে দেশের সংস্কৃতি ও নাচের কথা তুলে ধরেন পূজা

বিনোদন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৯, ১৬:১২আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২০:০৭

ইউনেস্কো সম্মেলনে বক্তব্য রাখছিলেন পূজা সেনগুপ্ত গত আগস্ট মাসে ইউনেস্কো’র আন্তর্জাতিক ড্যান্স কাউন্সিলের সদস্য হয়েছিলেন বাংলাদেশি নৃত্যশিল্পী ও নির্দেশক পূজা সেনগুপ্ত।
এবার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক এই সংস্থার সম্মেলনে যোগ দিলেন তিনি। আর এর অংশ হিসেবে সেখানে বক্তব্য রাখেন এই নৃত্যশিল্পী।
৪ ডিসেম্বর প্যারিসে আয়োজিত এ সম্মেলনে তিনি বাংলাদেশের সংস্কৃতি ও নাচের কথা তুলে ধরেন।
আয়োজনে যোগদান শেষে পূজা গতকাল (৬ ডিসেম্বর) ঢাকায় ফিরেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘এটা ছিল নৃত্য বিষয়ক সম্মেলন। ইউনেস্কোর সদর দফতরে এসে নিজের দেশের হয়ে কিছু কথা বলতে পারাটা সত্যি অনেক আনন্দের ব্যাপার। এতে বাংলাদেশের নাচ এবং সংস্কৃতির কথা তুলে ধরেছি। বক্তব্য শেষে সবাইকে নাচ বিষয়ক যে কোনও অনুষ্ঠানের জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছি। যদি এমন কিছু ঘটে তবে আমাদের সংগঠন ‘তুরঙ্গমী’ সার্বিক সহযোগিতা করবে।’’
পূজা আরও জানান, প্রতি দুই বছর অন্তর এমন আয়োজন করে থাকে ইউনেস্কো।
বক্তব্য শেষে অতিথিদের সঙ্গে পূজা সেনগুপ্ত বাংলাদেশে পেশাদারি ভিত্তিতে নৃত্যচর্চা এবং বাংলা সাহিত্যকে অবলম্বন করে বাংলাদেশের নিজস্ব সমসাময়িক নৃত্যধারা তৈরির লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ৩১ জানুয়ারি তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার প্রতিষ্ঠা করেন পূজা সেনগুপ্ত। এরপর থেকে নিয়মিত তারা কাজ করে চলেছেন।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)