X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পুরনো টিম নিয়ে নতুন সিনেমা!

বিনোদন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ১৫:১১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৬

সূচনা, অঞ্জন আইচ ও ইমন নাট্যনির্মাতা অঞ্জন আইচ মাস দুয়েক আগে নির্মাণ করেছেন প্রথম ছবি ‘আগামীকাল’। ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ইমন, জাকিয়া বারী মম ও সূচনা আজাদ। ছবিটি এখন সম্পাদনার টেবিলে।
জাকিয়া বারী মম তবে সেটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করার আগেই নির্মাতা ঘোষণা দিলেন আরেক ছবির। নাম ‘কানামাছি’। প্রথমটির মতো দ্বিতীয় ছবিটিতেও প্রধান তিন চরিত্রে থাকছেন তারা তিন জন। সচরাচর যেমনটা ঘটে না।
ইমন, মম আর সূচনার সঙ্গে এবার বিশেষ একটি চরিত্রে যুক্ত হলেন আ খ ম হাসান।
সম্প্রতি এই চার জনই ‘কানামাছি’র জন্য কাগজে-কলমে চুক্তিবদ্ধ হয়েছেন। এমনটাই জানান নির্মাতা অঞ্জন আইচ। তিনি বলেন, ‘এটি হবে কমেডি ধাঁচের ছবি। গল্পে দেখা যাবে, ইমন তার সাবেক প্রেমিকা সূচনার পিছু পিছু নেপাল চলে যান। এরপর সেখানে ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা।’
গল্পের প্রয়োজনে ছবিটির বেশিরভাগ শুটিং হবে নেপালে।
পুরনো টিম নিয়ে ফের ছবি নির্মাণ প্রসঙ্গে অঞ্জন আইচ বলেন, ‘‘আমার আগের ছবি ‘আগামীকাল’-এ ইমন-সূচনা-মম ছিলেন। তাদের সঙ্গে কাজ করে খুব আরাম পেয়েছি। সেজন্য প্রায় একই টিম নিয়ে আবার কাজ করতে যাচ্ছি। ফেব্রুয়ারি নাগাদ শুটিং শুরু করতে চাই। এখন চিত্রনাট্যের কাজ চলছে।’  
বিডি বক্স মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘কানামাছি’ প্রসঙ্গে নায়ক ইমন বলেন, ‘সবচেয়ে বড় কথা, প্রায় একই টিম নিয়ে স্বল্পবিরতির পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এবারের গল্পের থিমটাও বেশ। শুনেই আমার মজা লেগেছে। কমেডি ঘরানার গল্প হলেও এতে বিশেষ কিছু বার্তা থাকবে।’
নির্মাতা জানান ‘আগামীকাল’ ছবিটি মুক্তি পাবে নতুন বছরের প্রথমার্ধে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা