X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অগ্নিগর্ভ আসাম, দিল্লির কনসার্ট বাতিল করলেন পাপন

বিনোদন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৯, ১০:০০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৭:০৫

পাপন ভারতের মুসলিমবিদ্বেষী বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিল (সিএবি) পাস হওয়াকে ঘিরে কারফিউ, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে আসাম। এ কারণে ভারতের নয়াদিল্লিতে একটি কনসার্ট বাতিল করেছেন সংগীতশিল্পী পাপন। শুক্রবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।

পাপনের কথায়, ‘আমার জন্মভূমি আসাম এখন কারফিউর ঘেরাটোপে পুড়ছে আর কাঁদছে। এ অবস্থায় দর্শক-শ্রোতাদের বিনোদন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করায় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন পাপন। চলমান অশান্ত পরিস্থিতিতে দর্শক-শ্রোতাদের মনের খোরাক জোগানো সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টুইটে পাপন লিখেছেন, ‘প্রিয় দিল্লি, আমি খুবই দুঃখিত। কিন্তু আগামীকালের কনসার্টে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনের অবস্থা মোটেও ভালো নয়।’

আসামের ওপর অবৈধ অভিবাসীদের বোঝা চেপে বসেছে বলে মনে করেন পাপন। তার মন্তব্য, ‘আসামকে এভাবে পুড়তে দেখা বেদনাদায়ক। মানবতা কাঁদছে। কয়েক দশক ধরে অবৈধ অভিবাসীদের বোঝা বয়ে বেড়াচ্ছে আসাম। এটা কোনোভাবেই উচিত নয়। অসমিয়া সংস্কৃতি ও মানুষ আর তাদের অস্তিত্বের বৈচিত্র্যময় জটিল সংমিশ্রণ বুঝতে হবে। তাদের কথা শুনতে হবে।’

জনপ্রিয় এই গায়কের প্রত্যাশা, বিক্রি হওয়া টিকিটকে অন্য কোনও সময় কাজে লাগাবেন আয়োজকরা। তিনি বলেন, ‘যারা টিকিট কিনেছেন তাদের দিক থেকে ভাবলে কাজটা ঠিক হয়নি জানি। তারা নিশ্চয়ই অনেক দিন ধরে অনুষ্ঠানটি উপভোগের পরিকল্পনা করেছেন। আমি নিশ্চিত, আয়োজকরা কোনও না কোনোভাবে বিষয়টি সামলে নেবেন। আগামীতে আপনাদের সবার সঙ্গে অন্য কোনোদিন দেখা হবে নিশ্চয়ই!  আশা করি আপনারা আমার আবেগটুকু বুঝতে পারবেন।’

পাপনের প্রকৃত নাম অঙ্গরাগ মহান্তা। তার গাওয়া গানের তালিকায় উল্লেখযোগ্য ‘মোহ মোহ কে ধাগে’ (দম লাগা কে হেইশা), ‘জিয়েই কিঁউ’ (দম মারো দম), ‘কিঁউ’ (বরফি!), ‘হামনাভা’ (হামারি আধুরি কাহানি) প্রভৃতি।

গত ১০ ডিসেম্বর লোকসভার অনুমোদন পায় ‘দ্য সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৯’  শীর্ষক বিতর্কিত বিল। এর মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হবে।

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার