X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে ওয়াহিদ ইবনে রেজার ছবি

বিনোদন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৯, ০০:০৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ০০:০৪

অ্যানিমেশন ও ওয়াহিদ চলতি বছরের স্বাধীনতা দিবসে ইউটিউবে আসে মুক্তিযুদ্ধ নিয়ে অ্যানিমেশন চলচ্চিত্র ‘সার্ভাইভিং ৭১’-এর টিজার।
হলিউডের বাংলাদেশি অ্যানিমেটর ওয়াহিদ ইবনে রেজার তৈরি এ স্বল্পদৈর্ঘ্যটি মুক্তি পাবে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী, ২০২১ সালের ১৬ ডিসেম্বরে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা।

তিনি বলেন, ‘গত ২৬ মার্চ আমাদের টিজারটি রিলিজ হবার পর, অসংখ্য মানুষের ভালবাসা ও সমর্থন আমরা পেয়েছি। এবং এই জন্য আমরা আপনাদের কাছে আজীবন ঋণী হয়ে থাকবো। ব্যক্তিগতভাবে ২০১৯ সালটি একটু কঠিন গেছে। শারীরিক ও মানসিকভাবে বেশ অসুস্থতার মধ্যে দিয়ে গেছি। যে কারণে টিজার শেষ করার পর আর কাজ করা হয়ে উঠেনি। আর এই কারণেই এর রিলিজের তারিখ পেছানো। আপনারা যারা হতাশ হচ্ছে, দুঃখিত হচ্ছেন, ক্ষুব্ধ হচ্ছেন বা মুখের কোন চিকন হাসি দিচ্ছেন, তাদের সবার কাছেই আমি ক্ষমা চাচ্ছি। এটি ২০২১ সালের ১৬ ডিসেম্বর মুক্তি পাবে।’

ওয়াহিদ ইবনে রেজা জানান, তার বাবা মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। তার বাস্তব কিছু ঘটনা ছবিতে উঠে আসবে। মুক্তিযুদ্ধের সময় তার বাবা ময়মনসিংহের টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে তাকে হানাদার বাহিনী ধরে নিয়ে যায়। মুক্তিযোদ্ধা রেজাউল করিম কৌশলে পালিয়ে যান। এটিই হবে ছবির মূল গল্প।
হলিউডের সুপার হিরোদের পেছনের কারিগর (ভিজ্যুয়াল ইফেক্টস) বলা হয় ওয়াহিদ ইবনে রেজাকে।
ওয়াহিদ ইবনে রেজা পড়াশোনা শেষ করে বেশ কিছু ধরে হলিউডের প্রযোজনার সঙ্গে কাজ করেছেন। সর্বশেষ তিনি কাজ করেন হলিউডের বিখ্যাত ছবি ‌‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু’র ভিজ্যুয়াল ইফেক্টস টিমে। ওয়াহিদ ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবির প্রজেক্ট কো-অর্ডিনেটর ছিলেন। ‘ক্যাপ্টেন আমেরিকা :সিভিল ওয়ার’ ও ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবির ভিজ্যুয়াল টিমে কাজ করেছেন তিনি। এইচবিও চ্যানেলের সিরিজ ‘গেম অব থ্রোনস’, হলিউডের ‘ফিউরিয়াস সেভেন’, ‘ফিফটি শেডস অব গ্রে’ ও ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম: সিক্রেট অব দ্য টম্ব’ ছবির ভিজ্যুয়াল ইফেক্টস টিমেও ছিলেন তিনি। এই বাংলাদেশি যুবক হলিউডের সনি পিকচার্স ইমেজওয়ার্কসে অ্যাসোসিয়েট প্রোডাকশন ম্যানেজার হিসেবে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি প্রোডাকশন ম্যানেজার হিসেবে আছেন অ্যাটোমিক কার্টুনিক ইনকর্পোরেটেড-এ।

টিজার:

/এম/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…