X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

আমি সত্যিই চমকে গেছি: শাবনূর

বিনোদন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২০:৫৯

শাবনূর/ ছবি: সাজ্জাদ হোসেন আজকের (১৭ ডিসেম্বর) প্রথম প্রহরটা শাবনূরের জন্য বেশ চমকের ছিল। কারণটা তার জন্মদিন।
শাবনূর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জন্মদিনের প্রথম প্রহরে (রাত ১২টা) পাশের ফ্ল্যাটের আত্মীয়-স্বজনরা আমাকে সারপ্রাইজ দিয়েছে। রাতে তারা হঠাৎ আমাকে তাদের বাসায় ডেকে নিয়ে যায়। জন্মদিনকে ঘিরে তাদের আয়োজন দেখে আমি সত্যিই চমকে গেছি। কেক কেটে অনেক রাত পর্যন্ত সেখানে মজা করেছি। রাতটি মনে রাখার মতো।’
চিত্রনায়িকা শাবনূর। ১৯৭৯ সালের এই দিনে যশোর জেলার শার্শা উপজেলার নাভারনে তার জন্ম।
প্রখ্যাত পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ ছবির মধ্য দিয়ে বড়পর্দায় পা রাখেন নব্বই দশকে সাড়া জাগানো এই অভিনেত্রী। এরপর একে একে তিনি অসংখ্য ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। ২০১৩ সাল থেকে একেবারেই অনিয়মিত হয়ে পড়েন তিনি।
২০১৮ সালে তার সর্বশেষ ছবি ‘পাগল মানুষ’ মুক্তি পায়। এরপর মোস্তাফিজুর রহমান মানিকের একটি ছবিতে চুক্তিবদ্ধ হন। তবে সেটির দৃশ্যধারণে এখনও অংশ নেননি। সম্প্রতি তার সঙ্গে ‘কাঁটাতারের বেড়া’ নিয়ে চূড়ান্ত আলোচনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
ছবিটি প্রসঙ্গে শাবনূর বলেন, ‘আমার তৈরি হতে যত দিন লাগবে, ঠিক তারপরই এর কাজ করব। আর নায়ক হিসেবে কে থাকছেন বা কে নির্মাণ করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ছবির গল্প আমার ভালো লেগেছে।’

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
‘ওপারে ভালো থেকো বন্ধু’
অভিনেতা রুমির মৃত্যু‘ওপারে ভালো থেকো বন্ধু’
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী