X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
বিশ বিশেষ

আমার জীবনের লক্ষ্য মানুষকে খুশি করা

আশনা হাবিব ভাবনা, অভিনেত্রী
০১ জানুয়ারি ২০২০, ১৫:০৪আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৬:৪৮

নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে দশ-এর দশক শেষ হলো (২০১০-২০১৯)। সাংস্কৃতিক অঙ্গনের জন্য এটি মূলত শূন্যতার দশক। দশে ধ্স—এভাবেও বলছেন কেউ কেউ। তবে শুরু হওয়া নতুন বছর কিংবা বিশ দশক (২০২০-২০২৯) নিয়ে প্রত্যাশার গল্পও শোনাচ্ছেন অনেকে। বিশে বিষক্ষয়—এভাবেও মূল্যায়ন করছেন কেউ কেউ। আবার এমনও অনেকে আছেন, যাদের কণ্ঠে হতাশার সুর। বলছেন—দশক কিংবা নতুন বছর বলে কথা নয়। ক্যালেন্ডার বদলালেও কাজের পার্থক্য ১৯/২০! মানে সামান্যই।
‘দশে ধ্স’ আর ‘বিশে বিষক্ষয়’ অথবা ‘১৯/২০’ বিষয়ে সংস্কৃতির বিভিন্ন বিভাগের উল্লেখযোগ্য শিল্পীরা নিজেদের পর্যালোচনা তুলে ধরলেন বাংলা ট্রিবিউন-এর বিশেষ এই আয়োজনে।

আশনা হাবিব ভাবনা হতাশা বলে কোনও শব্দ আমার অভিধানে নেই।
আমি সবসময় সবকিছু সহজভাবে ভাবতে চেষ্টা করি। ফেলে আসা কিছু নিয়ে বসে থাকি না। কারণ, প্রতিদিন ব্যস্ত থাকতে হয়।
সাম্প্রতিক বছরগুলোতে আমার বছর শেষ হয় উপন্যাস লেখার মাধ্যমে! এটা অন্যরকম একটা আনন্দ। এবারও তা-ই হচ্ছে। প্রকাশকের চাপে আছি। তবে ঠান্ডায় কলম চলে না, আবার হাতে না লিখলে অনুভব করতে পারি না।
এদিকে নতুন বছর শুরু হচ্ছে পরীক্ষা নিয়ে। বিরতি নিয়ে আবারও পড়াশোনা শুরু করেছি। লন্ডন স্কুল অব কমার্স-এ ভর্তি হয়েছি। এ বছরের শুরুতেই ফাইনাল এক্সাম। পাস করতেই হবে। অন্যদিকে নিজের লেখা উপন্যাস বাজারে আসছে ফেব্রুয়ারিতে। জানুয়ারিতে শুরু করছি ‘বোকাভুত’ আর ‘গেল্লাছুট’ সিরিয়াল ও স্বল্পদৈর্ঘ্যের।
সব মিলিয়ে প্রেম করারও সময় পাচ্ছি না! এই তো।
আর প্রত্যাশা কিছু নেই। ভালো কাজ করতে চাই। মানুষকে সাহায্য করতে চাই বেশি বেশি। তাই নাচের শো, এনডোর্সমেন্ট বাড়িয়ে দিয়েছি, যাতে সেসব টাকা নিয়ে আশপাশের মানুষদের সাহায্য করতে পারি।
আমার জীবনের লক্ষ্য মানুষকে খুশি করা। যদি একজনও আমার জন্য খুশি থাকে, সেটাই আমার জীবনের বড় প্রাপ্তি।
জগতের সব মানুষ খুশি থাক। এই প্রত্যাশা রাখলাম। শুভ নববর্ষ।
অনুলিখন: মাহমুদ মানজুর

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা