X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লন্ডনে উবার ক্যাবে সোনমের ভয়ঙ্কর অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক
১৬ জানুয়ারি ২০২০, ১৪:২৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২৩:২৯

লন্ডনে উবার ক্যাবে সোনমের ভয়ঙ্কর অভিজ্ঞতা বলিউড অভিনেত্রী সোনম কাপুর সারা বছর মুম্বাই আর লন্ডনে আসা-যাওয়ার মধ্যে থাকেন। কারণ, তার স্বামী আনন্দ আহুজা লন্ডন প্রবাসী ব্যবসায়ী।
ইংল্যান্ডের রাজধানীতে বেশিরভাগ সময় উবারে চলাফেরা করেন তিনি। কিন্তু এবার এ নিয়ে ভীতিকর অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে তাকে।  
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সোনম লিখেছেন, ‘হে বন্ধুরা, লন্ডনে উবারে চড়তে গিয়ে ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হলাম।’
টুইটে ভক্ত ও ফলোয়ারদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা। তার পরামর্শ, উবারের পরিবর্তে গণপরিবহন অর্থাৎ বাস-ট্রেন বেছে নেওয়া ভালো।  
সোনম আরও লিখেছেন, ‘প্লিজ সাবধানে থাকুন। সবচেয়ে ভালো ও নিরাপদ হলো গণপরিবহন কিংবা স্থানীয় ক্যাব ব্যবহার করা। আমি থরথর করে কাঁপছি।’
ব্লগার ও কলামিস্ট প্রিয়া মুলজির মন্তব্যের উত্তরে সোনম জানান, ওই উবার চালক ভারসাম্যহীন ছিল। তার কথায়, ‘গাড়িচালক অতিমাত্রায় অস্থির ছিল। সে জোরে জোরে চিৎকার করছিল। একপর্যায়ে তো আমার গায়ে কাঁপুনি ধরে গিয়েছিল।’
উবার অ্যাপের মাধ্যমে ঘটনাটি অবহিত করতে চেয়েছিলেন সোনম। কিন্তু পেরে ওঠেননি। তাই এই রাইড শেয়ারিং অ্যাপকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘আপনাদের অ্যাপে অভিযোগ জানানোর চেষ্টা করেছিলাম। কিন্তু একাধিকবার সংযোগ বিচ্ছিন্ন উত্তর এসেছে। আপনাদের সিস্টেম আপডেট করা জরুরি। ক্ষতি যা হওয়ার হয়েছে। আপনারা এখন আর কিছুই করতে পারবেন না।’
আনন্দ আহুজা ও সোনম কাপুর দম্পতি কয়েকদিন আগে টুইটারেই ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে লাগেজ হারানোর অভিযোগ তোলেন সোনম। সম্প্রতি তিনবার এই বিমান সংস্থার উড়োজাহাজে যাতায়াত করেছেন তিনি। এরমধ্যে দুইবার তার লাগেজ খোয়া গেছে। তিনি টুইটে মন্তব্য করেন, ‘মনে হচ্ছে আমার শিক্ষা হয়ে গেছে। আর কখনও ব্রিটিশ এয়ারওয়েজে চলাফেরা করবো না।’
এরপর সোনমের কাছে তড়িঘড়ি ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি।
২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। গত বছর লন্ডনে স্বামীর বাড়িতে বড়দিন উদযাপন করেন তিনি। তাকে সবশেষ ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবির মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে। কিন্তু বক্স অফিসে সুবিধা করতে পারেনি এটি।
সূত্র: এনডিটিভি

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য