X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চলচ্চিত্রে নাম লেখালো ব্যান্ড ওয়ারফেইজ

বিনোদন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২০, ১১:৩৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১১:৩৩

ওয়ারফেইজ সদস্যরা দেশের অন্যতম মেটাল রক ব্যান্ড ওয়ারফেইজকে প্রথমবারের মতো চলচ্চিত্রে পাওয়া যাবে। নির্মিতব্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গিরগিটি’র জন্য গান বাঁধবেন দলটির সদস্যরা।
জানা গেছে, সৌরভ কুণ্ডু পরিচালিত ছবির টাইটেল গানটি তৈরি করবে দেশের জনপ্রিয় এই ব্যান্ড। এই লক্ষ্যে সম্প্রতি ওয়ারফেইজের পক্ষ থেকে দল প্রধান (ড্রামার) শেখ মনিরুল ইসলাম টিপু চুক্তিবদ্ধ হন ‘গিরগিটি’ টিমের সঙ্গে।
ছবিটিতে নায়ক হিসেবে থাকছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এবিএম সুমন।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এর নির্মাতা সৌরভ। তিনি এর আগে আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’-এর অন্যতম সহকারী পরিচালক ছিলেন।
সৌরভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুমনকে নিয়ে অনেক দিন ধরে আমাদের ভাবনা ছিল। কিন্তু তার সিডিউল সমস্যার কারণে বিষয়টি আটকে যায়। অবশেষে সে জটিলতা শেষ হয়েছে। তাকে আমরা পাচ্ছি। আর ওয়ারফেইজের মতো ব্যান্ড আমাদের সঙ্গে যুক্ত হওয়াকে বিশেষভাবে দেখছি। আশা করছি, গানের দিক থেকে এটি আলাদা জায়গাও তৈরি করতে পারবে।’
জানা যায়, আগামী ফেব্রুয়ারি থেকে এর দৃশ্যধারণ শুরু হবে।
পরিচালক জানান, শিগগিরই বাকি কলাকুশলীদের নাম ঘোষণা করা হবে। এখানে নবাগত নায়িকাকে দেখা যেতে পারে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
২৪ বছর পরে আবার একসঙ্গে...
২৪ বছর পরে আবার একসঙ্গে...