X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

আবার সিনেমায় কণা ও বেলাল খান

বিনোদন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ১৫:৫০আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৭:২০

রেকর্ডিংয়ে বেলাল খান ও কণা দিলশাদ নাহার কণা আর বেলাল খান। দুজনেই সমান্তরাল গতিতে গেয়ে চলেছেন চলচ্চিত্র আর স্বাধীন মাধ্যমে। গেল এক দশকে গান বাজারে দুজনার সফলতাও উল্লেখযোগ্য। এরমধ্যে চলচ্চিত্র সফলতাই বেশি।
অথচ গেল তিন বছরে তারা মুখোমুখি হননি একবারও! সর্বশেষ দুজনে এক হয়ে গাইলেন ২০১৭ সালে, ‘বাহাদুরি’ নামের একটি সিনেমার জন্য। মাঝে তিন বছর পেরিয়ে, সম্প্রতি আবারও গাইলেন একসঙ্গে।
‘সোনারচর’ সিনেমার শিরোনাম গান এটি। শাহাবুদ্দিন মজুমদারের কথায় আবিদ রনির সুর-সংগীতে গানটির রেকর্ডিং হলো দুদিন আগে। কণা জানালেন, ‘অনেক দিন পর অসম্ভব মিষ্টি কথা ও সুরের একটা গান গাইলাম। ধন্যবাদ আবিদ রনি ভাই।’
এদিকে বেলাল খান বলেন, ‌‌‘সিনেমার সংখ্যা কম। গানের সংখ্যা আরও কম এখন। ফলে ভালো গান তৈরির চেষ্টাও কমে গেছে চারপাশে। সেই বিবেচনায় অনেক দিন পর একটা ভালো গানের খোঁজ পেলাম। গানটি অসাধারণ হয়েছে সব মিলিয়ে।’
কিন্তু কণার সঙ্গে দেখা হতে মাঝে তিন বছর ব্যয় হলো কেন? জবাবে বেলাল বলেন, ‘আমাদের দেখা তো নিয়মিত হয়। অনুষ্ঠানে, আড্ডায়, স্টেজে। কিন্তু কেন জানি রেকর্ডিংয়ে খুব কমই দেখা হয়! ওই যে বললাম, গানের সংখ্যাই তো দিন দিন কমে যাচ্ছে। তবে লম্বা বিরতির পর এমন কিছু ভালো গান করার আনন্দ অনেক।’

জাহাঙ্গীর শিকদারের প্রযোজনায় ‘সোনারচর’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। পরিচালক জানান, গান রেকর্ডিংয়ের পাশাপাশি চলছে অভিনয়শিল্পী নির্বাচন ও শুটিং প্রস্তুতি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল